|
---|
নতুন গতি প্রতিবেদক : লকডাউন ভাঙলে জামিন অযোগ্য মামলা হবে আপনার বিরুদ্ধে। এই সময় এই সব নিয়ম ভাঙা শাস্তিযোগ্য অপরাধ বলেও জানিয়েছে প্রশাসন।
এই রাজ্যে অবশ্য নবান্ন ‘লকডাউন’ শব্দটি ব্যবহার না করে ‘কমপ্লিট সেফটি রেস্ট্রিকশন’ বলেছে। জানানো হয়েছে, সোমবার বিকেল থেকে পরের চার দিনের জন্য এই নিয়ম জারি থাকবে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে প্রায় সাড়ে চার দিনের জন্য পুরোপুরি বন্ধ হতে চলেছে রাজ্যের প্রায় সব বড় শহর। সোমবার অর্থাৎ ২৩ মার্চ বিকেল ৫টা থেকে শুক্রবার, ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
একই সঙ্গে নবান্নের পক্ষে খুব জরুরি প্রয়োজন না হলে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ বা দেশের অন্য প্রান্ত থেকে ফিরেছেন এমন ব্যক্তিদের বাধ্যতামূলক ভাবে ঘরে থাকতে হবে। চিকিৎসকরা যাদের কোয়ারেন্টাইনে থাকতে বলবেন তাদের অবশ্যই তা মানতে হবে।
লকডাউনের এই সব নিয়ম ভাঙা শাস্তিযোগ্য অপরাধ বলেও জানিয়েছে প্রশাসন। বলা হয়েছে কেউ জোর করে লকডাউন নীতি অমান্য করলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান পেনাল কোডের ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারা।
সরকারি নির্দেশ অমান্য করার জন্য প্রযোজ্য হবে ধারা ১৮৮। জামিন অযোগ্য ২৬৯ ধারা কোনও সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে। এই ধারায় কমপক্ষে ছ’মাসের জেল ও জরিমানা হতে পারে। জামিন অযোগ্য ২৭০ ধারা জীবনের পক্ষে বিপজ্জনক এমন সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে। এতে দু’বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা তো আছেই। এছাড়া রয়েছে আইপিসি ২৭১। কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙলে এই আইন প্রযোজ্য। এতে কমপক্ষে ছ’মাসের জেল হতে পারে।