|
---|
লকডাউনে মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে তৃণমূল
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:
করোনা জ্বরে কাঁপছে ভারত। সংক্রমণ রুখতে দেশে তথা বাংলাতেও চলছে লকডাউন। এমতাবস্থায় কর্ম’হীন হয়ে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা। সংসার চালানো দায় হয়ে পড়েছে সেই সব পরিবারগুলির। উপার্জিত অর্থ শেষ হয়ে গিয়ে প্রায় না খেয়ে দিন দিন কাটছিল তাদের। এই তথ্য জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে কেউ অভুক্ত না থাকেন। সেই মতো রাজ্যে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় চলছে ত্রাণ বিতরণ। কর্মসূচি। পিছিনে নেই মুর্শিদাবাদও। আজ রবিবার ডোমকল পুরসভার বিভিন্ন এলাকায় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল তৃণমূল কংগ্রেস। প্রায় ৫০০টি পরিবারের হাতে এদিন ৫ কেজি করে চাল, ডাল, আলু, তেল তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মণ্ডল, দলনেতা আলম খান, বিশিষ্ট সসমাজসেবী সালামত উল্লাহ শেখ, কাউন্সিলর সেলিম রেজা মাজেদুল সহ বিশিষ্ট ব্যক্তিরা।
কামরুজ্জামানা বাবু বলেন, ‘এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই নৈতিক কর্তব্য। সেটাই আমরা এদিন পালন করলাম। আগামীতে আরও করব।’ পাশাপাশি তিনি মানুষকে সচেতন ভাবে লকডাউন পালন করে অপ্রয়োজনে ঘর থেকে না বেরোনোর জন্য পরামর্শ দেন।