|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক : NRC কে সমর্থন করছেন উলমা-ই হিন্দের সাধারণ সম্পাদক মেহমুদ মাদানি। আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “দেশব্যাপী নাগরিকপঞ্জিকরণের প্রক্রিয়া চালু হোক। এতে কোনও অসুবিধা নেই। বরং তা ভালো হবেই হবে। এর ফলে দেশে থাকা অনুপ্রবেশকারীদের শনাক্ত করা যাবে অতিসহজেই। এখন অনেক ক্ষেত্রেই প্রকৃত ভারতীয়দের অনুপ্রবেশকারী হিসেবে ভাবে অনেকে। এছাড়া আজ কাশ্মীর ইশুতেও মুখ খোলেন মেহমুদ মাদানি। কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেন তিনি, আরো বলেন, “কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কাশ্মীরিরা ভারতবাসী। সেখানে যে কোনও প্রকারের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনই দেশ ও কাশ্মীরবাসীদের জন্য খুব ক্ষতিকর। আমরা কাশ্মীরিদের আত্মসম্মানবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যে বিশ্বাস রাখি। আমাদের বিশ্বাস ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই কাশ্মীরে উন্নয়ন সম্ভব।”
কাশ্মীর ইশুতে পাকিস্তানকে আক্রমণ করে তিনি বলেন, “প্রতিবেশী দেশের অশুভ শক্তি দেশে অশান্তির চেষ্টা চালাচ্ছে। শত্রুপক্ষ কাশ্মীরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।” একইসঙ্গে তিনি কাশ্মীরে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আবেদনও রাখেন।