রোল সি এম টি ইনস্টিটিউশনে'র ক্রীড়ানুষ্ঠানে সাহায্যের আশ্বাস বিধায়কের

আর এ মণ্ডল(ইন্দাস)-বাঁকুড়া জেলার অন্যতম ১৯৯২ সালে প্রতিষ্ঠিত প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান “রোল চৌধুরী মুহাম্মাদ তৈয়ব ইনস্টিটিউশন”এর প্রাঙ্গণে ২৫ জানুয়ারী অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।২৬টি ইভেন্টে ৩শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।একই দিনে পঞ্চম থেকে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্দাস কেন্দ্রের বিধায়ক গুরুপদ মেটে স্কুলের জিমন্যাস্টিক্স রুমের উদ্বোধন করেন।তিনি বিদ্যালয়ের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন।তিনি পুরস্কার বিতরণী মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার সময়ে বিদ্যালয়ে ছাত্রীদের একটা নতুন শৌচালয় ও একটি সাইকেল স্ট্যান্ডের জন্য এক লাখ করে এবং স্কুল গেট নির্মাণের জন্য তিন লাখ টাকা সাহায্যেরপ্রতিশ্রুতি দেন।এ’ছাড়াও পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণের জন্য সহায়তার আশ্বাস সহ বিদ্যালয়টির অন্যান্য প্রয়োজন সাপেক্ষে উন্নয়ন কল্পে পাশে থাকার আশ্বাস দেন।বিশেষ অতিথি রাজখামার উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক লক্ষী নারায়ণ মজুমদার ,তাঁর ভাষণে শিক্ষার্থীদের সাথে মা-বাবা ও শিক্ষকদের পারস্পরিক দায়িত্ব-কর্তব্য পালন বিষয়ে সুন্দর কথা রাখেন। বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সহযোগিতা নিয়েও আলোচনা করেন।তিনি সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ বজায় রাখার অনুরোধ জানান।বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত ঘোষাল।বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কমিটির সভাপতি অচিন্ত্য দলুই এবং শিক্ষানুরাগী চৌধুরী রূপা,সেখ আলাউদ্দিন প্রমুখ।ইহা ছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ও ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌতম কাঠারি,বিধান চন্দ্র মন্ডল,আব্দুল মোমেন,  সেখ নজরুল ইসলাম, মুহাম্মাদ ইকবাল কোরেশ ও রত্না বসু।