পাথরপ্রতিমায় নৌকাডুবিতে মৃত এক

পাথরপ্রতিমায় নৌকাডুবিতে মৃত এক
নতুন গতি, পাথরপ্রতিমা: মঙ্গলবার বিকালে নদী থেকে এক ব্যবসায়ীর দেহ উদ্ধার করে পুলিশ।মৃত ব্যবসায়ীর নাম প্রাণকৃষ্ণ বেরা(৫৮)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোষ্টাল থানার কার্জন নদী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনশ্যামনগর এলাকার বাসিন্দা প্রাণকৃষ্ণ বেরার বিল্ডার্সের ব্যবসা আছে।আর বিল্ডার্সের ইট আনার জন্য গত ২৫ জানুয়ারি জল পথে নৌকা করে মেদিনীপুর যায়।সেখানে ইটভাটা থেকে ইট নিয়ে জল পথে নৌকা করে বাড়ি ফিরছিল ৪ জনে মিলে।গত ২৭ জানুয়ারি সন্ধ্যা ৭ টা নাগাদ ইট ভর্ত্তি নৌকাটি যখন​ কার্জন নদীতে পাড়ি দিচ্ছে,সেই সময় হঠাৎই একটি নৌকা ইটের নৌকায় ধাক্কা মেরে চম্পট দেয়।ইটের নৌকার কাঠের তকতা ফেঁটে নদীর জল ঢুকে ডুবে যায়।ইটের নৌকার মাঝি,ব্যবসায়ী প্রাণকৃষ্ণ বেরা সহ আরও ২ জন নদীতে ঝাঁপ মারে।নদীতে সাঁতার কেটে পাড়ে ওঠে মাঝি সহ আরও ২ জন।কিন্তু নদীর স্রোতের টানে তলিয়ে যায় ব্যবসায়ী প্রাণকৃষ্ণ বেরা।