|
---|
রহমতুল্লাহ,সাগরদিঘী : সামনে খরা ও রমজান মাসকে সামনে রেখে সাগরদিঘীর বুকে একের পর এক রক্তদান শিবির হয়ে চলেছে। গত ২২শে মার্চ আরিফ হোসেন এর বিয়ে উপলক্ষে রক্ত দান শিবির এর আয়োজন হয় সাগরদিঘীর কাবিলপুর তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে একটি অভিনব উদ্যোগ নিয়েছিল, সেটা সম্পূর্ণ হয়েছিল। আজ আবারও সাগরদিঘীর ডাংরাইল গ্রামে জলসা উপলক্ষে রক্তদান শিবির করলো জলসা কমিটি। এদিনের শিবিরে ৭জন মহিলা সহ ৬৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট প্ৰমুখ এদিনের শিবিরে বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মির্জাজজবুল, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর শেখ, সঞ্জীব দাস, কৌশিক দাস, প্ৰমুখ। উদ্যোক্তা জাহাঙ্গীর শেখ, সঞ্জীব দাস জানান আমরা এর আগেও আমাদের সদস্যদের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করেছি কিন্তু এবার সাগরদিঘীতে প্রথম জলসা উপলক্ষে রক্তদান শিবির করলাম। এদিনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা।