খয়রাশোল থানায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান

খান আরশাদ, বীরভূম: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বীরভূম জেলা পুলিশের পরিচালনায় ও খয়রাশোল থানার ব্যবস্থাপনায় বীরভূমের খয়রাশোল থানা চত্বরে “উৎসর্গ” নামে একটি রক্তদান শিবির ও “স্পর্শ” নামে একটি বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অ্যাডিশনাল এসপি বোলপুর সুরজিৎ কুমার দে । পাশপাশি স্পর্শ নামাঙ্কিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি। সঙ্গে ছিলেন DSP ক্রাইম ফিরোজ হোসেন, CI আস্তিক মুখার্জি, কাঁকড়তলা থানার OC জাহিদুল ইসলাম, সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, সমাজসেবী সুদিপ্ত ঘোষ, শিক্ষক কাঞ্চন অধিকারী, শুক্লা হাঁসদা, শিক্ষক রাজীব চ্যাটার্জী, শিক্ষক বিশ্বনাথ টুডু এবং সমগ্র অনুষ্ঠানটি মূল কর্মকাণ্ডের দায়িত্বে থাকা খয়রাশোল থানার OC সঞ্চয়ন ব্যানার্জি।

    রক্তদান মহৎ দান এই উদ্দেশ্যে ব্রতী হয়ে এবং জেলা হাসপাতাল গুলোতে রক্তের সংকট মেটাতে এই মহতী কর্মকাণ্ডে অংশ নেন খয়রাশোল থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্যরা। এদিন প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন । পাশাপাশি স্পর্শ নামাঙ্কিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটিতে এলাকার শতাধিক আদিবাসী ও দুস্থ মহিলাদের নতুন বস্ত্র বিতরণ করা হয়। পুলিশের এই মহৎ কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ।