আজ পালিত হলো বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির গুড়গুড়িড়া ভুবনেশ্বরী অঞ্চলের হাসপাতাল মোড়ে আজ পালিত হলো বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস। যেখানে অংশ গ্রহণ করেন কিশোর- কিশোরী সহ একাধিক সমাজসেবী বন্ধুরা। মূলত প্রবির মিশ্র ও জয়নগর রুরাল হাসপাতালের অনেষা কাউন্সিল সুপর্ণা কণ্ঠ এর সহযোগিতায় এমনি উদ্যোগ । গাঙ্গেয় সুন্দরবন এলাকায় প্রতি বছর বছরে অগণিত শিশুরা জলে ডুবে মারা যায় । আগামী দিনে জলে ভুবে যাতে শিশুর মৃত্যু না ঘটে, তার জন্য এলাকাবাসী কে বিশেষ ভাবে সজাগ করতে এই মুহূর্তের সচেতনতা মূলক পদযাত্রা। শিশুরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মনের মনিকোঠায় পৌঁছে দিতে অভিনবত্বে ভরা স্লোগানের মধ্য দিয়ে সচেতনতার বার্তা দেওয়ায় এলাকা বাসী বেজায় খুশি ।