|
---|
আজিজুর রহমান, গলসি : দুপুরের আচমকা ঝড়ে গলসির চৌমাথায় উড়ে গেল একটি গ্যারেজের টিনের চাল। পাশাপাশি ভেঙে পরেছে গ্যারেজের একটি ইটের দেওয়াল। ভর দুপুরে এমন ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরেছে। স্থানীয়দের থেকে জানা গেছে, এদিন দুপুর দুটো নাগাদ আচমকা ঝড় বৃষ্টি শুরু হয়। ওই সময় গ্যারেজের ভিতরে ছিলেন জনা আটেক গাড়ির মিস্ত্রি ও তাদের সহকারীরা। ওই সময় আচমকা গোটা গ্যারেজের টিনের ছাড়নি উড়ে চলে যায়। গাছের ডালে আটকে যায় গ্যারেজের টিন। তবে ঘটনায় বরাত জোরে বেচে যান গ্যারেজের মিস্ত্রি ও শ্রমিকরা।