|
---|
জলঙ্গী ব্লকের ধনিরামপুর কান্দিপাড়া আইসিডিএস সেন্টারে শিশুদের অভিভাবকদের কম চাল,আলু দেওয়ার অভিযোগ উঠল
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:
আজ সকালে শিশুদের অভিভাবক দের খাদ্য সামগ্রিক বিতরণ করেন তখন দেখেন যে সরকারি নীয়ম অনুসারে যে মাল দেবার কথা সেই মতো না পেয়ে গন্ডগোল বাঁধে। দুকেজি করে চাল,আলু দেওয়ার কথা কিন্তু অভিভাবকদের হাতে দেড় কেজি করে চাল,আলু দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয় গ্রামবাসীরা।
যদিও এলাকা বাসী অভিযোগ করলে তাদের কে দিদিমনি নিত্যবালা দাস বলেন যে যা খুশি করে নিবেন বলেন।
অভিভাবকদের দাবি যে সমস্ত মাল কম দিয়েছে সে গুলো তাদের কে আবার বিলি করে দেন।
নিত্যবালা দাস কে জিজ্ঞেস করলে বলেন যে যদি প্রমাণ হয় যে মাল কম দিয়েছি তাহলে পুলিশ প্রশাসন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।আর যে অভিযোগ করছেন তার কোনো ভিত্তি নেই,আমি দুই কিলো চাল ও আলু দিয়েছি।
এই খবর পেয়ে ঘটনা স্থানে হাজির হন জলঙ্গী থানার পুলিশ ।