|
---|
জলঙ্গীতে মহারাষ্ট্রের শ্রমিক লক ডাউনের ফলে আটকে পড়েছে তাদের পাশে এবার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:
লকডাউনের কারণে মহারাষ্ট্র থেকে আসা শ্রমিক পরিবারগুলি জলঙ্গিতে আটকে পড়ে , সেইসব শ্রমিক_পরিবারগুলোকে প্রতিনিয়ত চাল, ডাল, আলু, তেল প্রভৃতি খাদ্যদ্রব দিয়ে পাশে গিয়ে দাঁড়িয়েছেন ব্লক সভাপতি রাকিবুল ইসলাম,যত দিন লক ডাউন চলবে ততো দিন তাদের খাবারের সুব্যবস্থা করে দিবেন বলে জানান।
এই পরিস্থিতিতে কিভাবে নিজ রাজ্যে ফিরবো আর এখানেই বা কি ভাবে খাবার ব্যবস্থা করবো বুঝে উঠতে পারছিলাম না সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাকিবুল ইসলাম। এই সাহায্য পেয়ে অনেক খুশি পরিবার গুলো।
এই সাহায্য পেয়ে অসংখ্য ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাকিবুল ইসলাম কে ।