বৃষ্টির মধ্যদিয়েও চলছে চাইচুং চাষ

নিজস্ব প্রতিনিধি ,তমলুক : সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলাতে নেমে এসেছে বৃষ্টির প্রকোপ ৷ ঠিক তারই মধ্যেই নন্দকুমার ব্লকের অন্তগর্ত গিরিরচক গ্রামে চলছে চাইচুং চাষের প্রস্তুতি পর্ব ৷ এলাকার আশে পাশের জমিগুলি একহাটু জলে ডুবে থাকলেও চাষিদের চাষ করা টা ব্যর্থতামূলক হয়ে দাড়িয়েছে ৷ কারন চাষি ভাইদের এটাই বছরের রোজগার বলে মনে করা হয় ৷ সেই জন্যই গিরিরচক গ্রামে বৃষ্টিকে উপেক্ষা করে জোড় কদমে চলছে চাইচুং চাষের ব্যবস্থা ৷ খবর সূত্রে চাষি ভাই মাননীয় রেজাবুল ইসলাম আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানান যে , চাষবাস করেই আমরা জীবন যাপন করি ৷ তারপর এই সময়ে যে এত পরিমানে বৃষ্টি হবে তা আমরা চাষি ভাইয়েরা বুঝে উঠতে পারি নাই ।

     

    তবুও চাষ না করলে কোথায় যাবো ৷কী বা উপাই হবে বুঝে উঠতে পারছে না চাষি ভাইয়েরা ৷ আরো বলেন যে , চাইচুং চাষের জন্য আমরা গত দুদিন আগে থেকে মেশিন চালিয়ে জল তোলার ব্যবস্থা করলেও কিছুই কাজে দেয়নি ৷এত বৃষ্টির নিম্নচাপ দেখে আমাদের মাথায় হাত ৷ কারন ওত বৃষ্টি হবে বলে আমরা জানতাম না ৷ তাই শ্রমিক ভাইদের নিয়ে আজ সকাল সকাল বেরিয়ে পড়ি জমিতে চাইচুং চাষের জন্য ৷ তিনি পরিশেষে বলেন , পরবর্তীতে কী হবে জানিনা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি ৷ তিনি বলেন যে আমরা গ্রাম প্রধানের কিংবা বিডিও থেকে কোনো রুপ সহযোগিতা এখনো পর্যন্ত পাইনি ৷ যাতে আমাদের এই করুণ অবস্থায় সহযোগিতা করেন তার জন্য আবেদন করলাম ৷ এখনো পর্যন্ত মেঘের পরিস্থতি খুবই খারাপ ৷ শেষে আমাদের প্রতিনিধি বলেন যে ,আরো কত দিনই সমস্যায় ভোগবে চাষি ভাইরা ৷ কারন চাষবাস করেই জীবন চালাতে হচ্ছে তাদের ৷ তার মধ্যে বৃষ্টির অবকাশ বেড়ে যাওয়ায় খুব চিন্তিত হয়ে পড়েছে চাষি ভাইরা ৷ খুব শিঘ্রই কিছু ব্যবস্থা করা হোক বিডিও কিংবা গ্রাম প্রধানের তরফ থেকে ৷