বঙ্গীয় সাহিত্য সমন্বয় সমিতির সাহিত্য সভা হুগলিতে*

আলিফ ইসলাম : ৩০ জানুয়ারি: হুগলি লড়াই পত্রিকার উদ্যোগে সম্পাদক সংগ্ৰাম মল্লিকের পরিচালনায় হুগলি স্টেশনের নিকট স্কুলঘরে বঙ্গীয় সাহিত্য সমন্বয় সমিতির সাহিত্য সভা অনুষ্ঠিত হল ৩০ জানুয়ারি। বৈকালিক এই সাহিত‍্যসভায় প্রায় ষাট জন কবি উপস্থিত ছিলেন।সংস্থার রাজ‍্য সম্পাদক সৌমিত্র চট্টোপাধ্যায়, সংগ্ৰাম মল্লিক, যদু রায়,কাকলি চট্টোপাধ্যায়, সাধন বসু,ধীরেন্দ্র নাথ রায়,কাজী রেহানাজ ইয়াসমিন, সেখ হাসানুজ্জামান, সফি আলম মন্ডল, সুফি রফিক উল ইসলাম, নাসিমা বেগম,মোমিনুল হক,বিকাশ যশ,মেঘনাদ দাস, আব্দুল জব্বার, সুজাতা বক্সী,ডোনা ভট্টাচার্য, নন্দিতা চক্রবর্তী, সূপর্ণা ঘোষ, জগন্নাথ কৈরি,রাখাল চন্দ্র দাস, কৌশিক সেন,শ‍্যামল ভট্টাচার্য, শিবশংকর বক্সী, অনির্বাণ দাস, অশোক মুখোপাধ্যায়, আনন্দময় কোলে প্রমুখ কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করেন।লড়াই পত্রিকা প্রকাশ, ছয়জন কবি কে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।এই অনুষ্ঠানে অভিনবত্ব হল উপস্থিত সকল কবিগণকে উপস্থিতি অনুযায়ী সিরিয়াল নম্বর সহ কুপন দেওয়া হয়।সিরিয়াল অনুযায়ী কবিতা পাঠের সময় কুপনগুলি জমা নিয়ে সকলের কবিতা পাঠের শেষে লটারির মাধ্যমে পাঁচজনকে পূর্ব ঘোষণা অনুযায়ী কলম দিয়ে পুরস্কৃত করা হয়।শেষ পর্যন্ত শ্রোতা ধরে রাখার এক অনন্য প্রয়াস ।যদিও তা সম্পূর্ণ রূপে সফল বলা যাবে না।তবু প্রয়াসে নূতনত্ব আছে।এছাড়াও লড়াই পত্রিকা মন্ডলীর ঘোষণায় জানা যায় প্রকৃত দুঃস্থ কবিকুলের ব‌ই প্রকাশে সহায়তা করা এবং নূন্যতম ত্রিশ কিমি দূর থেকে আসা কবিদের যাতায়াত খরচ প্রদান করার কথা।এই অভিনব প্রয়াসের জন্য সাধুবাদ জানতেই হয়।