|
---|
আজিজুর রহমান, গলসি : প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরন করা হল। গলসি ১ নং ব্লকের মাড়ো নতুন গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করে স্কুলের পরিচালন সমিতি। প্রধান শিক্ষক লক্ষীকান্ত ভুঁই এর বিদায় সংবর্ধনা জন্যই ওই অনুষ্ঠানের আয়োজন। এদিন এলাকার পঞ্চাশ জন দুস্থর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি ১ নং ব্লক তৃণমূল নেতা তথা জেলা তৃণমূলের সহ সভাপতি মোঃ জাকির হোসেন, মানকর পঞ্চায়েত সদস্য রাজীব খান সহ ওই বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকা এবং পরিচালন কমিটির সদস্য’রা। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, প্রধান শিক্ষক খুব ভালো মানুষ ছিলেন। তার বিদায়ের দিনটি স্মরনীয় রাখতেই ওই আয়োজন করেছেন এলাকার পঞ্চায়েত সদস্য রাজীব খাঁন। বর্তমানে শীতের সময় চলছে। তাই প্রধান শিক্ষকের বিদায় দিনটি স্মরণীয় রাখতে এলাকার পঞ্চাশ জন দুস্তর হাতে বস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়াছিল। এমন উদ্দ্যোগে খুশি হন প্রধান শিক্ষক লক্ষীকান্ত ভুঁই সহ এলাকার দুস্থ মানুষরা।