|
---|
মালদা, ১২ সেপ্টেম্বর: আবারো রেলের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে। রক্ষকই এবার ভক্ষকের ভূমিকায়। এবারের ঘটনা শিয়ালদহগামী দার্জিলিং মেলে। মহিলা যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল কর্তব্যরত জিআরপির বিরুদ্ধে। গোটা বিষয়টি জানিয়ে বুধবার মধ্যরাতে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে মালদহ জিআরপি টালবাহানা করে বলে অভিযোগ। এরপরই ক্ষুব্ধ যাত্রীরা চলন্ত ট্রেনের মধ্যেই বিক্ষোভ দেখান। বাধ্য হয়েই শিয়ালদহ ফিরে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন যাত্রীরা।
অভিযোগ, দার্জিলিং থেকে ফেরার পথে দার্জিলিং মেল মালদহ স্টেশনে ঢুকতেই এক মহিলার গায়ে হাত দিয়ে অশালীন আচরণ করে দীপঙ্কর নামে কর্তব্যরত জিআরপি। শুধু এই মহিলাই নন, ট্রেনের মোট চারটি কামরার মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে অভিযুক্ত। ঘটনা জানাজানি হতেই প্রতিবাদে সরব হন ট্রেনের অন্যান্য যাত্রীরা। তারপর মালদহ জিআরপিতে অভিযোগ জানাতে গেলেও তারা অভিযোগ নিতে টালবাহানা করে। এরপর অভিযুক্ত জিআরপিকে ঘিরে ট্রেনের ভিতরেই বিক্ষোভ দেখান যাত্রীরা। ইতিমধ্যেই বুধবার রাতের সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আজ ট্রেনটি শিয়ালদহে পৌঁছতেই অভিযোগ দায়ের করবেন যাত্রীরা। এই প্রথম নয়, এর আগেও বারবার প্রশ্নের মুখে পড়েছিল রেলের নিরাপত্তা ব্যবস্থা। কয়েকদিন আগে দার্জিলিং মেলেই এক যাত্রীর কানে পোকা ঢুকে পড়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রবল যন্ত্রণায় আর্তনাদ করতে থাকেন তিনি। বিষয়টি নজরে পড়তেই ট্রেনের অন্যান্য যাত্রীরা রেলের টিকিট পরীক্ষকের কাছে চিকিৎসার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। দায়িত্বে থাকা পুলিশকেও অনুরোধ করেন তাঁরা। কিন্তু তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দেন তাদের পক্ষে কোনও কিছুই সম্ভব নয়। এরপর চেন টানলে আজিমগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। সেখানে স্টেশন মাস্টারের ঘরের বাইরে চিকিৎসকের দাবি জানিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখিয়েছিলেন যাত্রীরা। ফের রেলের অব্যবস্থার একই ছবি প্রকাশ্যে এল।