|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: সোমবার মালদহের মালতিপুর জিপির আটঘারা ৮১ নং জাতীয় সড়কে লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষ।
সংঘর্ষে টোটো চালক প্রানে বাঁচলেও একমাত্র রোজগাড়ের যানবাহনটি দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে যায়। প্রতক্ষ্যদর্শীরা জানান এদিন দুপুরে সামসির দিক থেকে লরিটি চাঁচলের উদ্দ্যেশ্য যাচ্ছিল ও টোটোচালক শূন্যযাত্রীতে চাঁচল থেকে জালাল পুর নিজ গৃহের উদ্দেশ্যে ফিরছিল। তারই মধ্যে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি তবে টোটো চালকের সামান্য জখম হলে প্রাথমিক চিকিৎসায় তা সেরে যায়। একমাত্র রুজি রোজগারের যানবাহটি নষ্ট হওয়ায় চিন্তার ভাজ পরেছে জামালের। চাঁচল পুলিশ এদিন ঘটনাস্থলে এসে লরি ও টৌটো ই রিক্সাটিকে উদ্ধার করে।