|
---|
সামসেরগঞ্জ থানার ওসির বিদায়ী অনুষ্ঠান
মোঃ ইজাজ আহামেদ,নতুন গতি,শামসের গঞ্জ: মুর্শিদাবাদ জেলা পুলিশে বদলি হলেন সামসেরগঞ্জ থানার ওসি অমিত ভকত। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সামসেরগঞ্জ ব্লক শাখার উদ্যোগে আজ, রবিবার বিদায় অনুষ্ঠান করা হয়। বিদায়ী ভারপ্রাপ্ত আধিকারিক অমিত ভকত মহাশয়কে পুষ্পস্তবক, বই ও অন্যান্য উপহার তুলে দেন সংগঠনের কর্মীরা। উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লক সভাপতি গোলাম কাদের, জেলা সহ সভাপতি মাসুদ রহমান,জেলা সাধারণ সম্পাদক মেজাউর রহমান,জেলা সম্পাদক সোমনাথ কর, সম্পাদক জোনাল কাউন্সিল বলরাম দাস, শিক্ষিকা
সেলিনা মিরদা ও কবি মোঃ ইজাজ আহামেদ। এই বিদায়ী অনুষ্ঠানে গোলাম কাদের বলেন, “প্রশাসনিক দক্ষতার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির প্রতি আন্তরিক অবদান উনাকে অন্য উচ্চ জায়গায় নিয়ে যাবে। অমিত বাবুকে সামশেরগঙ্জবাসী ভুলবে না!”