আত্ম বলিদান দিবসে পশ্চিমবঙ্গ বসু পরিষদ কলকাতার অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বার্তা দিল।

লুতুব আলি, নতুন গতি : আত্ম বলিদান দিবসে পশ্চিমবঙ্গ বসু পরিষদ কলকাতার অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বার্তা দিল। এখন থেকে প্রায় তিন দশক আগেও বাংলার বীর সন্তান ক্ষুদিরাম বসু র ফাঁসি হওয়ার অব্যাহিত পর চারদিকে মাইকে সেই বিখ্যাত গানটি বাজতো একবার বিদায় দে মা ঘুরে আসি… এই গান শুনে মানুষের মনের মধ্যে দেশাত্মবোধের একটা রসায়ন তৈরি হতো। স্বাধীন ভারত বর্ষে সামগ্রিকভাবে একটা বিপর্যস্ত অবস্থা চলায় পশ্চিমবঙ্গ বসু পরিষদ কলকাতার ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে আত্মত্যাগ দিবসে উদ্বেগ প্রকাশ করে। ১১ আগস্ট ছিল শহীদ ক্ষুদিরাম বসুর ফাঁসি হওয়ার দিন। এই দিনটি মর্যাদার সঙ্গে সারা দেশে আত্ম বলিদান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে পশ্চিমবঙ্গ বসু পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কবি আরণ্যক বসু। পশ্চিমবঙ্গ বসু পরিষদের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, অতি সম্প্রতি ফেসবুকে টেকনো ইন্ডিয়ার পেজে রবীন্দ্রনাথের ছবির নিচে রাজা রামমোহন রায়ের নাম দেখে হতবাক হয়ে গেছি। এই প্রজন্মের চর্চার এই হাল ? তিনি উদ্বেগের সুরে বলেন এই প্রজন্মের বেশির ভাগই কবি সাহিত্যিক বিপ্লবী মনীষীদের চেনেন না, চেনা, জানার চেষ্টাও করেন না। দেশে এক চরম সংকট তৈরি হয়েছে। কবি সাহিত্যিকদের ঘরে বসে কলম ধরলে আর চলবে না। রাস্তায় নেমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। পশ্চিমবঙ্গ বসু পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ভারত গৌরব সম্মান দেয়া হয় দীপ্তি মুখার্জি, পান্না দাস, অপূর্ব কুমার গাঙ্গুলী, সুবোধ চন্দ্র সরকার কে। নেলসন ম্যান্ডেলা সম্মাননা দেওয়া হয় বিশিষ্ট কবি রঞ্জনা গুহ কে। স্বাধীন লেখক রত্ন দেওয়া হয় রাখি রায় কে। লীলা মজুমদার সম্মাননা পান কৃষ্ণ দাস। মধুমিতা বসুর হাতে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি তুলে দেন কৌস্তভ বসু, সায়ন্তিকা বসু। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও আত্ম বলিদান দিবস উপলক্ষে আলোকপাত করেন অনুষ্ঠানের চেয়ারম্যান শেখ মনির উদ্দিন, সভাপতি পার্থ বসু, বাংলাদেশের বিশিষ্ট কবি মীর আব্দুল আলিম, মানিক মজুমদার, হারুন অর রশিদ সাগর, মোঃ সুমন আলী, কবি শিব শংকর বক্সী। শিলিগুড়ি থেকে আগত কবি দীপ্তি মুখার্জি বলেন এই অনুষ্ঠানে ভারত গৌরব সম্মান পেয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। বসিরহাটের বাচিক শিল্পী সুদেষ্ণা মন্ডল বলেন, এই ধরনের অনুষ্ঠানে সর্বত্র হওয়ার প্রয়োজন। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেন তৃষারী ঘোষ, মইনুদ্দিন বেগ, অজন্তা কুন্ডু, চন্দনা কুন্ডু প্রমুখ। এদিনের অনুষ্ঠানটি সুস্বাদুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক মধুমিতা ধূত।