|
---|
নতুন গতি নিউজ ডেস্ক, ১২ সেপ্টেম্বর, কলকাতা: এনআরসি-র বিরুদ্ধে আজ সিঁথির মোড় থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত এক বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়ে মিছিলের শেষে শ্যামবাজারের সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার বিরুদ্ধে সরব হন তিনি। একের পর এক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত এবং দুটি ব্যাঙ্কের হেড অফিস বাংলা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার বিরুদ্ধেও প্রতিবাদ উঠে আসে তাঁর বক্তব্যে।
তিনি বলেন, “আমি নির্বাচনের আগে বলেছিলাম, এবার বুঝতে পারবেন, এই সরকার ব্যাঙ্কের টাকা সব নিয়ে চলে যাবে। বাজার থেকে কেউ আর গাড়িও কিনছে না। ২ কোটি লোক তো আগের বছর বেকার হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে হাহাকার চলছে। ভারতবর্ষ জুড়ে অর্থনৈতিক ধ্বস নেমেছে। আজকে দেশের যা অবস্থা দোকানদারদের হাতে পয়সা নেই, ব্যবসায়ীদের হাতে পয়সা নেই, শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে।”
বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “দেশের জিডিপি ৫%, যা এশিয়াতে সর্বনিম্ন। এমনকি বাংলাদেশের পরে, পাকিস্তানের পরে।”
এনআরসি নিয়ে তিনি বলেন, “যতদিন বেঁচে থাকব আমি বাংলায় এনআরসি করতে দেবো না।”