|
---|
দেশের সমস্ত মানুষদের বাড়িতে থাকার আদেশ প্রধানমন্ত্রীর কিন্তু যাদের কোনো বাড়ি নেই সেই রাস্তার অসহায় মানুষদের জন্য কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদের মুখে খাদ্য তুলে দিলো SDPI
আলম সেখ, নতুন গতি :– করোনা ভাইরাসের সংক্রমণ কে রক্ষার জন্য আজকে সারা দেশে পালিত হচ্ছে জনতা কারফিউ, সারা দেশের যানবাহন চলাচল বন্ধ আজকে, বন্ধ সমস্ত দোকান ।প্রধান মন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে যে আজকে সারা ভারতের মানুষ তাদের নিজ নিজ বাড়িতেই থাকবে, কেউ যেনো বাড়ি থেকে বের না হয় কিন্তু যেই সমস্ত অসহায় মানুষেরা রাস্তায় থাকে যাদের কোনো বাড়ি ঘর নেই যারা ভিক্ষা করে খায় তাদের জন্য কোনো পদক্ষেপ নেই নি প্রধানমন্ত্রী। যেহেতু সবাই নিজ নিজ বাড়িতে থাকবে তাই সেই রাস্তার মানুষেরা কারো কাছ থেকে ভিক্ষাও পাবে না ঠিক এই মুহূর্তে তাদের জন্য রাস্তায় নামলো SDPI।
যেহেতু আজকে সমস্ত দোকান, হোটেল বন্ধ তাই SDPI এর কর্মকর্তারা নিজের হাতে খাবার বানিয়ে সারা দেশের অনেক জায়গায় রাস্তার অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিলেন যাদের কে খাদ্য দেওয়ার মতো আজ কেও নেই সেই অসহায় ভিক্ষুক দের। এবং দেশের অনেক গুলো হাসপাতালের রোগী ও স্টাফ দের কেও খাদ্য প্রদান করা হয় Social democratic party of India আর তরফে ।