|
---|
সেখ সামসুদ্দিন : ১৮ অক্টোবর, মেমারি ১ ও ২ নং ব্লকের কৃষকদের এবং কৃষি ও সহযোগী কার্যের সার্বিক সহযোগিতা ও উন্নয়নের জন্য ভারত সরকারের অনুমোদিত একটি ফার্মার প্রডিউসার কোম্পানি (এফপিসি) খয়েরপুর গ্রামে চালু হওয়ার পর চাচিদের বীজ গাছের চারা প্রশিক্ষণ ইত্যাদি কাজ করে চলেছে ‘মা অর্চনা মেমারি কৃষক ভেজিটেবল প্রডিউসার কোম্পানি লিমিটেড’। আই সি এ আর এন্ড সি আর আই জে এ এফ ডাইরেক্টর ডঃ গৌরাঙ্গ করের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় পূর্ব বর্ধমানের কৃষিবিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ও প্রধান ডঃ এস কে মহঃ আজিজুর রহমানের মাধ্যমে এই প্রশিক্ষণ শিবির চলছে এবং চাষীদের সমস্ত রকম সহযোগিতা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বুদবুদ কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডঃ দীপঙ্কর ঘড়ুই, টাটার অনুখাদক বিষয়ক প্রশিক্ষক কৌশিক অয়ন, স্বামী দিব্যাত্মানন্দ মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার চাষীবৃন্দ। মহারাজের প্রচেষ্টায় এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সহ এলাকার মানুষের উন্নয়নে কাজ করার পাশাপাশি কৃষক, মৎস্য চাষী ও প্রাণীপালকদেরও উন্নয়নের ব্রত নিয়ে ‘মা অর্চনা মেমারি কৃষক ভেজিটেবল প্রডিউসার কোম্পানি লিমিটেড’ নামে এফপিসি কাজ করছে যা ভারত সরকার দ্বারা অনুমোদিত। এদিনের প্রশিক্ষণ শিবির থেকে মূলত কোন চাষে কি পরিমান রাসায়নিক সারের ব্যবহার এবং জলের ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়।