|
---|
মিজানুল কবির, কলকাতাঃ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক চাকরিপ্রার্থী রা আজ নবান্নের খুব কাছেই কাজীপাড়ায় জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তারা জানায় , তারা বহুদিন WBGDRB ও P &AR অফিস ও কালীঘাটে এ তাদের সমস্যার কথা জানালেও , সেই সমস্যার কোনো সমাধান হয়নি । রাজ্য সরকার প্রায় 60,000 গ্রুপ-ড নিয়োগের পরিকল্পনা নিয়ে ;প্রথম দফায় 6000 পদ পূরণ করার বিজ্ঞাপন প্রকাশ করেছিল ।বিগত 2017 সালে এ ওয়েস্টবেঙ্গল গ্রুপ -D রিক্রুটমেন্ট বোর্ড তারিখে 6000 গ্রুপ -D প্রার্থী নিয়োগের একটি পরীক্ষা নেয় ; প্রায় 25 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসে ,আনুমানিক 19000 ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দেয়;এর পর 18/08/2018 তারিখে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয় । বোর্ড 5422 জন ক্যান্ডিডেট এর নাম প্রকাশ করে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ; কিন্তু 578 টি EC ক্যাটাগরি ভুক্ত সিট এ উপযুক্ত ক্যান্ডিডেট না পাওয়ায় ওই পদ গুলি শুন্য থেকে যায় । যদিও রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী উপযুক্ত EC ক্যান্ডিডেট না পাওয়া গেলে ওই পদ গুলি নন-EC প্রার্থীদের দিয়ে পূরণ করার কথা । এই ব্যাপারে বোর্ড কে প্রশ্ন করলে কোনো সদুত্তর পাওয়া যায়না ।
এছাড়া চূড়ান্ত মেধাতালিকার সাথে অনলাইন এ বেশকিছু ক্যান্ডিডেট দেড় নাম আসে ওয়েটিং লিস্ট এ । বহুবার বোর্ড কে ও P&AR অফিস কে ওয়েটিং লিস্ট PDF আকারে প্রকাশ করতে অনুররোধ করলেও ওয়েটিং তালিকা তো দূরের কথা , মোট কতজন ক্যাটেগরি অনুযায়ী ওয়েটিং এ আছে সেটাও জানায়নি প্রার্থীদের ।দীর্ঘদিনের এই রিক্রুটমেন্ট প্রসেস এখনো চলছে , ফার্স্ট লিস্ট ও সেকেন্ড লিস্ট এর জয়েনিং এখনো সম্পূর্ণ হলোনা। এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দিন ধরে চলে; ফলে বহু চাকরিপ্রার্থী অন্যান্য চাকরি পেয়ে যাওয়ায় তারা আর এই গ্রুপ-D চাকরিতে যোগদান করেনি ; বহু প্রার্থী এই গ্রুপ-D চাকরি ছেড়ে অনন্য চাকরিতে যোগদান করেছে ।ফলে এখন বহু পদ শুন্য পড়ে আছে । এই শূন্যপদ এ ওয়েটিং দের কি নিয়োগ করা হবে ? ওয়েটিং লিস্টেড চাকরি প্রার্থীদের এই লিস্ট কেন প্রকাশ করা হলোনা ? এই ওয়েটিং চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ কি ? সরকার এই ব্যাপারে এতো উদাসীন কেন ? 578 EC সিট কি ফাঁকাই থেকে যাবে ? জাগছে প্রশ্ন।