|
---|
সহিদুলের লেখায় আহমেদ সজিব ও তাসনিম মিম এর গান “আয় না সাথিয়া ”
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : মানুষের মনকে গান যতোটা সহজে আকৃষ্ট করতে পারে তা আর অন্য কোনো মাধ্যমে নয়। আর সেই গানই এক সুত্রে বাঁধতে পারে তা সবার জানা আর সেই স্বপ্নই বাস্তবে রূপান্তরিত হলো এই গানের মাধ্যমে দুই বাংলার মেলবন্ধন। এপার বাংলার সহিদুল ইসলাম এর লেখায় এক মিষ্টি প্রেমের রোমান্টিক গানে বাংলাদেশের উদীয়মান জনপ্রিয় কণ্ঠ শিল্পী আহমেদ সজিব ও তাসনিম মিম গেয়েছেন -“আয় না সাথিয়া “শিরোনামের গানটি। মিউজিক ভিডিও টি প্রকাশ পেয়েছে বাংলাদেশের পপি মাল্টিমিডিয়া চ্যানেল থেকে।
এ বছরের শেষে শীতের আমেজে শ্রোতাদের মনে সাড়া ফেলেছে এই রোমান্টিক গানটি। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছে – আহমেদ সজিব। জনপ্রিয় মডেল হিসাবে ছিলেন- শিমুল চৌধুরী ও প্রিয়ণতিকা পরী। গানের ভিডিও পরিচালনায় ছিলেন, আসাদুজ্জামান আজাদ। বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে দৃশ্যপট গানটিকে আরও জনপ্রিয়তা করে তুলেছে। গানটির গীতিকার সহিদুল ইসলাম জানায় -” এই গানটি আশা করি খুব ভালো লাগবে। মিষ্টি প্রেমের রোমান্টিক কথামালায় সাজিয়ে তোলার চেষ্টা করছি এই গানটি। যা মানুষের মনে নাড়া দেবে বলে আমার বিশ্বাস। নতুন বছরে আমার লেখা আরও অনেক গুলো গান উপহার থাকবে সবার জন্য। বাংলা গান ভালোবাসুন বাংলা গানের পাশে থাকুন। “