দিল্লি বিস্ফোরণে উদ্ধার রহস্যজনক চিঠি! সন্দেহের তালিকায় ইরান

দিল্লি বিস্ফোরণে উদ্ধার রহস্যজনক চিঠি! সন্দেহের তালিকায় ইরান

     

     

    নতুন গতি ডিজিটাল ডেস্ক : দিল্লি বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকেই খামবন্দি একটি চিঠি উদ্ধার করেছেন তদন্তকারীরা৷ ওই খামের মধ্যে ইজায়েরল দূতাবাসের উদ্দেশে লেখা একটি চিঠি ছিল৷ যদিও চিঠিতে কী লেখা ছিল, তা নিয়ে মুখ খোলেননি তদন্তকারী দল৷ পুলিশ সূত্রে এই বিস্ফোরণের পিছনে ইরান যোগের কথা উঠে আসছে৷

    এইদিকে পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল ৫.০৫ মিনিটে যখন বিস্ফোরণ ঘটে৷ ঠিক সেই সময় বিস্ফোরণস্থল থেকে কিছু দুরেই বিটিং রিট্রিটের অনুষ্ঠান চলছিল৷ সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কড়া নিরাপত্তায় ঘেরা এলাকায় এই বিস্ফোরণে পুলিশি গাফিলতির অভিযোগ উঠছে৷

    ঘটনার পর অভিযুক্তদের চিহ্নিত করতে একটি সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে এসেছে৷ তাতে দেখা গিয়েছে, একটি ট্যাক্সি করে ইজরায়েল দূতাবাসের কাছে ওই রাস্তায় নামে দুই ব্যক্তি৷ তারাই হেঁটে এসে ফুটপাথের উপরে একটি ফুলের টবের মধ্যে আইইডি বিস্ফোরক রেখে চলে যায়৷

    কোন দুই ব্যক্তি বিস্ফোরক রেখে গিয়েছিল, সিসিটিভি ফুটেজ দেখে তাদের নাগালে পেতে দিল্লি জুড়ে জোর তল্লাশি শুরু হয়েছে৷ সন্দেহভাজন হিসেবে দু’ জনকে আটকও করা হয়েছে৷ পাশাপাশি ওই ট্যাক্সিটিকে চিহ্নিত করে সেটির চালককে জিজ্ঞাসাবাদ করে সন্দেহভাজনদের স্কেচও আঁকানো হচ্ছে৷

    ইজারায়েলি দূতাবাসকেই যে টার্গেট করেছিল আততায়ীরা, চিঠির বয়ান থেকে তা স্পষ্ট হয়েছে৷ শুধু তাই নয়, এই বিস্ফোরণকে ট্রেলার হিসেবেও চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ ইরানের সেনাকর্তা এবং পরমাণু বিজ্ঞানীর হত্যার জন্যও চিঠিতে ইজরায়েলকেই দায়ী করা হয়েছে৷