|
---|
ফের মুসলিমদের বেধড়ক পেটালো গোরক্ষকরা। y
খান আরশাদ:-
ফের গোরক্ষকরা কয়েকজন মুসলিমকে বেধড়ক পেটালো। অভিযোগ তিনজন যুবকের বাড়ীতে গোমাংস আছে। এই অভিযোগ তুলে এক মহিলা সহ তিনজন যুবককে নির্মম ভাবে প্রহার করলো গোরক্ষকরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেরশের সিউনি অঞ্চলের একটি গ্রামে।
এবারের লোকসভা নির্ব্বাচনে সারা দেশে গেরুয়া শিবিরের ঝড় বয়েছে। মোদী ঝড়ে উড়ে গেছে বিরোধীরা। বিরোধীরা যতই ইভিএম জালিয়াতির অভিযোগ করুক আগামী ৫ বছর নমোর শাসনই কায়েম থাকছে। মোদী ফের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। এরই মধ্যে ফের মধ্যপ্রদেশের একটি গ্রামে গোরক্ষকদের তাণ্ডবলীলা দেখা গেল। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে গোরক্ষকদের এই তাণ্ডব দেখা গেছে। ভিডিওতে প্রকাশ তিনজন মুসলিম যুবককে একটি গাছে বেঁধে নির্মমভাবে পেটানো হচ্ছে। এই প্রহার থেকে বাদ যায়নি মহিলাও। এক মুসলিম মহিলাকেও বেধড়ক পেটানো হলো। ওই মুসলিমদের অপরাধ তারা তাদের বাড়ীতে গোমাংস রেখেছিল। এই অপরাধেই তাদের এই শাস্তি পেতে হয়েছে। এর আগেও গোমাংস রাখার অভিযোগে শুধু নির্মম প্রহারই নয় প্রাণও খোয়াতে হয়েছে মুসলিমদের। মধ্যপ্রদেশের এই ঘটনা প্রকাশ পাওয়ার পর নিন্দায় সোচ্চার হয়েছেন দেশের বহু মানুষ। প্রতিবাদ জানিয়েছেন এআইএমআইএম সুপ্রিমো তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। তিনি ঘটনার জন্য বিজেপি সরকারকেই কাঠগড়ায় তুলেছেন। বার বার একই ঘটনার পূনরাবৃত্তি হওয়ায় স্বাভাবতঃই আতঙ্কে মুসলিম সম্প্রদায়ের মানুষ।