|
---|
দেবাশিষ পাল, মালদা, হবিবপুর: লোকসভা নির্বাচনে মালদার দুটি আসন হারালেন তৃনমুল থমকে পড়ে ঘাস ফুলের তথা তৃণমূলের রথ। জেলার দুটি লোকসভা আসনের একটিতেও ঘাস ফুল ফুটলো না। উত্তর মালদায় বিপুল ভোটে তৃনমূল কংগ্রেসের প্রার্থী মৌসম নুরকে ৮৪ হাজার ২৯৮ ভোটে পরাজয় করেন গেরুয়া শিবিরের তথা বিজেপি প্রার্থী খগেন মুর্মু । পরাজয় প্রার্থী মৌসম নুর বলেন গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের খারাপ ফলাফলের সাথে মালদাতে অনেকটাই খারাপ ফল, তবে মানুষ নিজেদের রায় জানিয়েছেন তা আমরা মেনে নিয়েছি। তবে এই এতো খারাপ ফল তা খতিয়ে দেখা হবে। দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরী বলেন দক্ষিন মালদা হার হয়েছে আমাদের তবে জনগন অনেটা এগিয়ে তাদের রায় জানিয়েছেন। তিনি আরও বলেন, কংগ্রেসের প্রার্থী আবু হাসেম খান চৌধুরী জয়ী হয় ৮হাজার ২২২ভোটে এই নিয়ে তিনি পরপর চারবার এমপি হলেন।
উত্তর মালদা লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী খগেন মুর্মু জানান, গোটা ভারতবর্ষের সাথে উত্তর মালদায় মোদির জয় হয়েছে। এখানকার মানুষ কংগ্রেস তৃণমূলের প্রতি বিতশ্রদ্ধ। মানুষের উন্নয়ন বিজেপি করতে পারে। তাই মালদার মানুষ আমাকে জয়ী করেছে।