|
---|
জাহির হোসেন মন্ডল, কোলকাতা : সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ আর কিছুক্ষণের মধ্যেই শান্তির বারিধারায় ভিজতে চলেছে মহানগর ৷
আবহাওয়া দফতরের খবর।
শুধু কলকাতাতেই নয়, কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও ধেয়ে আসছে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷ আগামী ২৪ ঘণ্টাতেও আবহাওয়া একইরকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ এর জেরে সপ্তাহ শেষের ছুটিটা গরমের হাত থেকে খানিক সস্তি পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে ৷
গতরাতেও বর্জ্র-বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত শিলা বৃষ্টি হয় কলকাতায় ৷ তার জেরে অস্বস্তিকর গরম কিছুটা কম আজ।