|
---|
নিজস্ব সংবাদদাতা; কাঁথি: গতকাল ছিল রথযাত্রা উৎসব। আর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা শহর জুড়ে বি.এম.ফাইন আর্ট এন্ড কালচারের তৈরী রঙবেরঙের রথ ঘুরে বেড়াল।
পিছিয়ে পড়া দুঃস্থ ছেলে-মেয়েদের শিক্ষা সামগ্রীর যোগান দিতে বি.এম. ফাইন আর্ট অ্যান্ড কালচারের অভিনব উদ্যোগ “রথ” নির্মাণ। বেশ কয়েক মাস ধরে সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে তোলা হয়েছে রঙবেরঙের আকর্ষণীয় “রথ”।
গত দু’দিন কাঁথি ক্যালটেক্স মোড়ে সমস্ত রথ নিয়ে হাজির হয় বি.এম ফাইন আর্ট অ্যান্ড কালচারের প্রশিক্ষক অনাথবন্ধু দাস ও তার সহ-যোদ্ধারা। স্বল্প মূল্যে এবং ভিন্ন ধরনের রথ দেখে পথ চালিত মানুষ জন দৃষ্টি আকর্ষণ করেন এবং দেখতে-দেখতেই সমস্ত রথ বিক্রি হয়ে যায়।
কয়েক মাস ধরে দিন রাত এক করে ক্ষুদে শিল্পীদের নিয়ে চলে এই কর্মসূচী। সংস্থার কর্ণধার চিত্র শিল্পী বিষ্ণু মাইতি জানিয়েছেন, এমন উদ্যোগ আগামী দিনে আরও নেওয়া হবে। কারণ, শিল্পী তার শিল্পের মাধ্যমে মানুষকে যেমন মনোরঞ্জন করতে পারবে, ওপর দিকে নিজেরাও স্বনির্ভর হয়ে উঠতে পারবে। আজ খুদে শিল্পীরা জানিয়েছে এই রথ বিক্রির অর্থ পুরোপুরিভাবে বই, খাতা, পেন সহ আনুসাঙ্গিক শিক্ষা সামগ্রিক কিনে অসহায় প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াবে তারা।
পিছিয়ে পড়াদের ভালো রাখার প্রতিজ্ঞা নিয়ে বি.এম.ফাইন আর্ট অ্যান্ড কালচারের ব্যতিক্রমী প্রকল্প “উত্তরণ” স্বনির্ভরতার লক্ষে একধাপ আরো কিছুটা এগিয়ে গেল বলে মনে করছেন শিল্পী বিষ্ণু মাইতি। আগামী দিনে আরও বেশি বেশি করে এধরণের কাজে জড়িয়ে ফেলতে তিনি নিজেকে তৈরী করেছেন বলেও জানান।
এলাকার কচিকাচাদের এই উৎসাহকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত ওয়াকিবহাল মহল।