গঙ্গা ভাঙ্গণের কবলে ফরাক্কা হোসেনপুর চর

গঙ্গা ভাঙ্গণের কবলে ফরাক্কা হোসেনপুর চর

    নতুন গতি প্রতিবেদক : ফারাক্কার কুলিদিয়ার চরের গঙ্গার ভাঙনের পর এবার গঙ্গা ভাঙ্গণের কবলে ফরাক্কা হোসেনপুর চর।গত দুই দিন ধরে শুরু হয়েছে ফরাক্কা হোসেনপুরচরের গঙ্গা ভাঙ্গন আর এই গঙ্গা ভাঙ্গানের আতঙ্কে এলাকাবাসীরা।গত দুই দিন গঙ্গা ভাঙ্গনে প্রায় ৩০টা বাড়ি ঘর গঙ্গার জলে তলিয়ে গেছে আর গঙ্গার জলে তলিয়ে যাওয়া পরিবারের লোকজন এখন আশ্রয় গ্রামের এক সরকারি স্কুল এবং রাস্তার পাশে, আর যাতে বাড়ি ঘর গঙ্গার জলের তলিয়ে না যাই তার জেরে এলাকাবাসীরা নিজেস্ব বাড়ি ভেঙে সরিয়ে অন্য দিকে নিয়ে যাচ্ছে,গঙ্গা ভাঙ্গনে আতঙ্কে পাঠ চাষীরাও তাই নিজেদের জমিতে পাঠ বাঁচাতে পাঠ কেটা শুরু করেছে, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গত বছরের তুলনায় এই বছর অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে গঙ্গা ভাঙন। যেখান থেকে গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে, সেচদফতর থেকে কুলিডিয়ারচরে গঙ্গার ভাঙ্গন রোধ করার জন্য বালির বস্তা ফেলা শুরু করলেও ফরাক্কা ব্যারেজের তরফ থেকে এখনো কোনো হোসেনপুরচরে গঙ্গা ভাঙ্গন রোধের ব্যবস্থা নেওয়া হয়নি. এর মধ্যেই একটি প্রধান রাস্তা গঙ্গার জলে তলিয়ে গেছে। আর ফরাক্কা ব্যারেজ প্রশাসন অবিলম্বে হোসেনপুর চোরে প্রায় হাজার হাজার পরিবার ঘর ছাড়া হবে।