|
---|
রাখি বন্ধনের দিনে দুই ভাইয়ের রক্তদান,প্রাণ ফিরে পেলেন বৃদ্ধ
নিজস্ব সংবাদদাতা- সংকটাপন্ন রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান করলেন দুই ভাই সাফিকুল ইসলাম (রাজু) ও গোলাম আম্বিয়া। এমনিতেই করোনাভাইরাস সারা বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে প্রশাসনের তরফ থেকে চলছে কড়াকড়ি লকডাউন। সেই লকডাউন এর মাঝেই হাসপাতালে গিয়ে সমস্ত বিধি নিষেধ মান্য করে রক্তদান করেন ওই দুই ভাই। রাজু এবং আম্বিয়ার বাড়ি মুর্শিদাবাদ জেলার নয়াগ্রামে। তারা জানান আমাদের গ্রামে একজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, হাসপাতাল কর্তৃপক্ষ জানান দুই ইউনিট রক্ত লাগবে কিন্তু এই লকডাউন এর সময়ে ডোনার খুঁজতে নাজেহাল অবস্থা হয়ে যায় তার পরিবারের। আমরা ব্যাপারটা জানতে পারি এবং সিদ্ধান্ত নিই দুই ভাই মিলে রক্তদান করে ওই ব্যক্তির রক্তের সংকট মেটাবো, আজকে আমরা জঙিপুর হাসপাতালে গিয়ে রক্ত দান করেছি।আমাদের রক্তে কেউ জীবন ফিরে পাবে এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। যুবসমাজের প্রতি একটাই বার্তা আপনারাও এগিয়ে আসুন রক্তদানে। চলুন গড়ে তুলি রক্তের বন্ধন।