|
---|
মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: “হাঁটো বাংলা হাঁটো” রোজ হাঁটুন, ডায়াবেটিস প্রতিরোধ করুন। বর্তমান বিশ্বে ডায়াবেটিস রোগ বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে মানবজীবনে। গত ১৪ নভেম্বর বিশ্ব জুড়ে পালিতো হলো ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। সেই বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গত ২৪ নভেম্বর রবিবার জিডি হাসপাতাল ও ডায়াবেটিস ইনস্টিটিউট-এর উদ্যোগে ও বেস আন নূর মডেল স্কুল-এর সহযোগিতায় হাঁটো বাংলা হাঁটো ওয়াকাথন অনুষ্ঠিত হয় মালদার বৃন্দাবণী মাঠে। ছোট-ছোট শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ, স্কুলের ছাত্র-ছাত্রী, সমাজের সর্বস্তরের মানুষ উৎসাহের সঙ্গে পদযাত্রায় গ্রহণ করেন। প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ পা মেলান এদিন। উপস্থিত ছিলেন মালদা জেলা এসপি শ্রী অলক রজকিয়া, ডিএসপ ফরিদ হোসেন, টলিউডের জনপ্রিয় অভিনেতা গৌরব রয় চৌধুরি ও অভিনেত্রী শ্রুতি দাস, জিডি হাসপাতাল ও ডায়াবেটিস ইনস্টিটিউট- এর সিইও মুশরেফা হোসেইন।
ডায়াবেটিস ইতিমধ্যে ভারতে বিশাল ভাবে ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে ২০২৫ সালের মধ্যে এ দেশে প্রায় সাড়ে ১৪ কোটি মানুষের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। ডাক্তারদের মতে ডায়াবেটিসকে আটকানোর উপায় নিজের জীবন যাপনের পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা। এর সঙ্গে নিয়মিত শরীরচর্চা ও দিনে নিয়ম করে হাঁটা। হাসপাতালের সিইও মোশারফ হোসেন জানান “হাঁটো বাংলা হাঁটো উদ্যোগের মাধ্যমে আমরা ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়িয়ে চলেছি। শুধুমাত্র কলকাতায় নয়, বাংলার বিভিন্ন জেলাতেও ডায়াবেটিস সচেতনতা গড়ে তোলা খুব জরুরী। তাই মালদাতে গত তিন বছরের মত এবারেও আমরা উদ্যোগ নিয়েছি”।
বৃন্দাবনী মাঠ থেকে শুরু হয়ে প্রায় দেড় কিলোমিটারের এই ওয়াকাথন নজরুল সরণি ও কে জে সান্যাল রোড ধরে রবীন্দ্র এভিনিউ ও পোস্ট অফিস মোড় ঘুরে আবার বৃন্দাবনী মাঠে ফিরে আসে। ওয়াকথনের সঙ্গে হাসপাতালের উদ্যোগে ছিল ভ্রাম্যমান ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা মালদার বিভিন্ন জায়গায় চিকিৎসা ব্যবস্থার সুযোগ নেন বহু মানুষ। এখানে বিনামূল্যে ডায়াবেটিস এর পরীক্ষা আর এর সম্পর্কে সচেতনতা তুলে ধরা হয় হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে।