প্রয়োজনে মমতা-সিপিএম-এর সমর্থন নিয়ে বাংলায় আমরা সরকার গড়ব: AIMIM

নতুনগতি প্রতিবেদক, কলকাতা: পশ্চিমবঙ্গে এখনও সেভাবে রাজনৈতিক কার্যকলাপ শুরু করেনি অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (AIMIM)। তবে এরইমধ্যে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছে আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম। অনেকে মনে করছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ফ্যাক্টর হতে পারে এআইএমআইএম। কেননা এতদিন পর্যন্ত এই রাজ্যে সংখ্যালঘু তোষণের রাজনীতি করে নিজের জায়গা বেশ ভালো করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছে এআইএমআইএম। আর এই ঘোষণাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিয়েছে।
AIMIM-এর রাজ্যে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত জমিরুল হাসান বলেন, বাংলায় আমরা প্রার্থী দিলে বিজেপি লাভ করবে। তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে। তিনি যদি বিজেপির দালাল হতেন তাহলে তখনই প্রার্থী দিতে পারতেন। এখন মমতার যে ২২জন সাংসদ রয়েছেন তাহলে তাও থাকত না। তৃণমূলের ২ কিংবা ১ জন সংসদে যাওয়ার ছাড়পত্র পেতেন। বরং দালাল তো মমতাই। দু’বার এনডিএ-এর সঙ্গে জোট করেছেন উনি। কাল যে ফিরে যাবেন না, সে গ্যারান্টি কেউ দিতে পারে?
জমিরুল হাসান বলেন, যদি তৃণমূল-কংগ্রেস-সিপিএম সব এক সাথে থাকে। তাহলে বিজেপি ৪-৫ টা সিট পেতে পারে। এর বেশি পাবে না। যদি কিছু আসন আমরা কম পাই, তাহলে ওদের সমর্থন নিয়ে সরকার গড়ব। সিপিএম, কংগ্রেস শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও তখন আমাদের সমর্থন করবেন সরকার গড়তে। দিদি সমর্থন করতে বাধ্য হবেন। এখন মনে হচ্ছে বড় বড় কথা। কিন্তু বাস্তবে এটাই হবে।
প্রসঙ্গত, জানুয়ারির প্রথমে AIMIM প্রধান ওয়াইসি কলকাতায় আসছেন। সেই সময় ব্রিগেডে সমাাবেশ করার কথা রয়েছে। রাজ্য দফতরেরও উদ্বোধন করবেন বলে খবর।