স্ত্রীকে নিয়ে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, বিধিভঙ্গের অভিযোগ

নতুন গতি প্রতিবেদক, কালিয়াগঞ্জতুষারকান্তি বিশ্বাস, কালিয়াগঞ্জঃ বিজিপি প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠল কালিয়াগঞ্জ বিধানসভায়। আজ সকালে কালিয়াগঞ্জে বালাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিতে যান সেখানকার বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার। সাথে ছিলেন তাঁর স্ত্রী ভারতী সরকার।দেখা যায় কমল বাবু তাঁর স্ত্রীকে কোথায় ভোট দিতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছেন।
ওই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের কাছে অভিযোগ করেন। যদিও কমল বাবু বলেন, “আমি যখন ভোট দেই, তখন স্ত্রী আমার পাশে দাড়িয়ে ছিলেন। আবার ওঁর ভোট দেওয়ার সময়ও আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। আমরা সব সময় এভাবেই থাকি। তবে কেউ কাউকে ভোট দেখিয়ে দেয় নি।”
যদিও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট দিতে কোন অক্ষম ব্যাক্তি অন্যের সহযোগিতা নিতে গেলেও নির্দিষ্ট অবেদনপত্র পূরণ করেই করতে হয়। এক্ষেত্রে সেটা হয় নি বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে ওই ঘটনা ছাড়া কালিয়াগঞ্জ বিধানসভায় ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে বলে অভিযোগ।