|
---|
নিজস্ব সংবাদদাতা : পতাকা গোষ্ঠীর কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী মোস্তাক হোসেন সাহেব প্রতিষ্ঠিত জি.ডি স্টাডি সার্কলের উদ্যোগে বারোটি মিশন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ১২,১৩ আগস্ট দুদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় গোলাম আহমদ মোর্তজা সাহেব (রহ:) প্রতিষ্ঠিত মেমারির মামূন ন্যাশনাল স্কুলে। উচ্চ মাধ্যমিক স্তরের এই কর্মশালায় প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন জি.ডি মনিটরিং কমিটির চেয়ারম্যান জনাব শেখ নুরুল হক সাহেব (অবসরপ্রাপ্ত আই.এ.এস), কমিটির অন্যতম সদস্য জনাব লিয়াকত আলী সাহেব (অবসরপ্রাপ্ত আই.এ.এস) এবং জনাব আরফান আলী বিশ্বাস সাহেব (প্রাক্তন মাদ্রাসা শিক্ষা অধিকর্তা) প্রমুখ। দশম শ্রেণির ছাত্র মোঃ তোহা মোল্লার কেরাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মশালায় স্বাগত ভাষণ দেন আয়োজক স্কুলের সম্পাদক জনাব কাজী মহঃ ইয়াসিন সাহেব। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জনাব নুরুল হক সাহেব এবং শিক্ষক-শিক্ষিকাদের মত বিনিময় পর্বটি পরিচালনা করেন জনাব লিয়াকত আলী সাহেব। মামূন ন্যাশনাল স্কুল ও কালিয়াচক আবাসিক মিশনের আটজন শিক্ষক রিসোর্স পারসনস হিসেবে উপস্থিত থেকে সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন। অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাগণ বারোটি দলে বিভক্ত হয়ে মূলত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা সহ ছাত্রছাত্রীদের সিলেবাস ও পরীক্ষা ভীতি, মোটিভেশন ইত্যাদি বিষয়গুলির উপর বিস্তারিত আলোচনা ও পারস্পরিক মত বিনিময় করেন। দ্বিতীয় দিনের কর্মশালায় মনোজ্ঞ বক্তব্য রাখেন জনাব আরফান আলী বিশ্বাস মহাশয়। কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির মাননীয় সদস্য জনাব আব্দুল আজিজ, আবুল কালাম, সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ মন্ডল, জি.ডি অ্যাকাডেমির সহকারি হস্টেল সুপার মহাম্মদ নুরুদ্দিন প্রমূখ্য বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে একাদশ শ্রেণির ছাত্র আফনান রহমানের গজল ও নবম শ্রেণির ছাত্র শাহজামাল মোল্লার রবীন্দ্র সংগীত সকলকে মুগ্ধ করে। দুদিনের এই কর্মশালা পরিচালনা করেন বিদ্যালয়ের সম্পাদক ও শিক্ষাবিদ জনাব কাজী মহঃ ইয়াসিন সাহেব। দোয়ার মধ্য দিয়ে ও সভাপতি মহাশয়ের সম্মতিক্রমে কর্মশালার সমাপ্তি ঘোষিত হয়।
ছবি : নাজের রসুল।