কে বলে বাইরের রাজ‍্যে ছাপ্পা হয়না, দেখুন হরিয়ানার চিত্র

নতুন গতি নিউজ ডেস্ক: রবিবার ছিল লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। পৃথালার আসাওটি বুথেও ভোট চলছিল। পোলিং এজেন্টরা তাঁদের জন্য নির্ধারিত জায়গায় বসেছিলেন। প্রিসাইডিং অফিসার-সহ অন্যান্য ভোটকর্মীও ছিলেন বুথের ভিতরে। ভোটাররা এক এক করে ভোট দিচ্ছিলেন।

    ভোটাররা এক এক করে ভোট দিচ্ছিলেন। এর মধ্যেই বেশ কয়েক জন মহিলা ভোট দিতে ঢোকেন। এক মহিলা ভোটার যখন ইভিএম রাখা ঘেরা কক্ষের মধ্যে যান, ঠিক তখনই নীল টি-শার্ট পরা এক পোলিং এজেন্টকে ওই কক্ষের মধ্যে ছুটে যেতে দেখা যায়। কোথায় ভোট দিতে হবে ইভিএমের উপর ঝুঁকে ওই মহিলা ভোটারকে দেখিয়ে দিতেও দেখা যায়

    ভিডিয়োটি রাজ্যের নির্বাচন কমিশনের কাছে পৌঁছয়। ওই পোলিং এজেন্টের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেয় জেলা নির্বাচনী অফিসকে। তার পরই ওই এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করে জেলা নির্বাচনী অফিস। গ্রেফতারও করা হয় পোলিং এজেন্টকে। জেলা নির্বাচনী অফিস সূত্রে জানানো হয়েছে, তিন মহিলা ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন ওই এজেন্ট। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচনী পর্যবেক্ষকও গিয়েছিলেন আসাওটি বুথে। অভিযুক্ত পোলিং এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।

    নির্বাচন কমিশন জানিয়েছে, ফরিদাবাদের নির্বাচনী পর্যবেক্ষকের রিপোর্ট খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে