দলীয় দায়িত্ব নিয়েই লাখনউতে রোড শো করলেন প্রিয়াঙ্কা গান্ধী

আতাউল্লাহ আহমেদ, নতুন গতি, লাখনউ: দলীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়ে লখনউ পৌঁছে গিয়ে রোড শো শুরু করলেন প্রিয়াঙ্কা গান্ধী। দিনের পে দিন তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বেড়েই চলেছে। আবার তাঁর পাশেই রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গোটা রাস্তাটার যেদিকেই দেখা যায় শুধু তার পোস্টারে ঢাক পড়েছে গোটা রাস্তা। রোড শো শুরু হতেই কর্মীদের উদ্দেশে হাত নাড়তে শুরু করেন প্রিয়াঙ্কা। ভিড় ঠেলে এগোচ্ছে রাহুল- প্রিয়াঙ্কাদের বাস।

    দুপাশে প্রচুর মানুষ এসে জড়ো হয়েছেন। ভিড় থাকায় যানচলাচল একেবারেই কমে গিয়েছে। তিনি দলের হয়ে পূর্ব উত্তরপ্রদেশের সংগঠনের কাজ দেখভাল করবেন। তাঁর সঙ্গেই নতুন দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি পশ্চিম উত্তরপ্রদেশে কংগ্রেসকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর কাজ করবেন। ইতিমধ্যে দায়িত্ব বুঝে নিয়েছেন জ্যোতিরাদিত্য। আজ তিনিও এসেছেন। আছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।

    খাতায় কলমে রাজনৈতিক জীবন শুরুর আগে পরিবর্তনের বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা। শক্তি অ্যাপের মাধ্যমে রবিবার সমর্থকদের প্রিয়াঙ্কা বলেন, আমি চাই আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে একটা পরিবর্তন আসুক। রাজনীতির পরিসর এমন হোক যেখানে সকলে নিজেকে তার অংশ ভাবতে পারে। এই তিন নেতা লখনউ বিমান বন্দরে এসে নামেন। সেখান থেকে তাঁদের স্বাগত জানিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে লখনউ শহরের কংগ্রেসের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

    যাত্রা পথে মাঝে মধ্যেই থামতে দেখা যাচ্ছে তাঁদের। কোনও কোনও জায়গায় সংক্ষিপ্ত বক্তব্যও পেশ করতে হচ্ছে তাঁদের। এরকমই এক জায়গায় রাহুল বলেন, আমাদের লক্ষ্য উত্তরপ্রদেশে কংগ্রেসের আদর্শে বিশ্বাস করে এমন সরকার গড়া। এই কাজের জন্যই প্রিয়াঙ্কা এবং সিন্ধিয়া দায়িত্ব নিয়েছেন। তাই তাঁরা শুধু লোকসভা নয় বিধানসভা ভোট নিয়েও ভাববেন। যতক্ষণ না এখানে কংগ্রেসের সরকার তৈরি হচ্ছে আমরা এভাবে কাজ চালিয়ে যাবো।

    জানা গিয়েছে আগামী তিন চার দিন উত্তরপ্রদেশেই থাকছেন প্রিয়াঙ্কা। বিভিন্ন এলাকার নেতাদের সঙ্গে কথা বলে সংগঠনের হাল হকিকত বুঝে নেবেন তিনি। দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে ৮০ টি লোকসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে প্রায় ৪০ টি নিয়ে বৈঠক করবেন বলে খবর। এরপর দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর।