|
---|
নিজস্ব প্রতিনিধি; কাঁথিঃ গত ৮ই ফেব্রুয়ারি অপহরণ হতে হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার মারিশদার থানা এলাকার মারিশদা অঞ্চল সভাপতি রিতেশ রায়কে। এই রিতেশ রায় স্থানীয় তৃণমূল নেতা ছিলেন বলে জানা গিয়েছে।
আজ হুগলিতে রাস্তার পাশে অপহৃত রিতেশ রায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে তা উদ্ধার করা হয়। কোনো দুষ্কৃতী দ্বারা এই তৃণমূল নেতা খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান।
স্বজন হারানো শোক বার্তা পেয়ে হাজার হাজার তৃণমূল কর্মীরা তাঁর বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। এর সাথে রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী হাজির থেকে তিনি রিতেশ রায়ের অন্তিম যাত্রার পূর্বে শ্রদ্ধা নিবেদন করেন।