|
---|
ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ছোট এক টাকার কয়েন
শুভদীপ পতি; কুকড়াহাটীঃ আপনার কাছে থাকা মুদ্রা / কয়েন সচল বা অলচ, সঠিক তথ্যের ভিডতে সেটা জানুন। অযথা কোনো মুদ্রা / কয়েনকে অচল বলে গন্য করার অধিকার আপনার নেই। তাও যদি অচল বলে থাকেন বা ছুঁড়ে ফেলেন, তাহলে আপনি শাস্তি যোগ্য অপরাধমূলক কাজ করলেন। এতে আপনার হাজতবাস অনিবার্য।
বলা বাহুল্য, বেশ কয়েকমাস ধরে ভারতীয় ছোট এক টাকার কয়েন নিয়ে বেশ কিছু মানুষ অচল বলে যে গুজব ছাড়াচ্ছেন এবং গ্রহন অযোগ্য বলে তা নিতে চাইছেন না, এ বিষয়ে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়াটা যে জরুরী হয়ে পড়েছে, তা আর বলার অবকাশ রাখে না।
আজ এমনই এক চাঞ্চল্যকর চিত্র ধরা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার কুকড়াহাটী ফেরিঘাটে। উল্লেখ্য, ওই কুকড়াহাটী ফেরিঘাটে বেশকিছু ভিখিরির দেখা মেলে, যারা বাটি হাতে বসে থাকেন ফেরি পারাপার করা মানুষদের থেকে দু-এক টাকা সাহায্য পাওয়ার আশায়। কিন্তু, এই সাহায্য পাওয়ার দৃশ্যে দেখা গেল এক অন্য চিত্র। ফেরি পারাপার করা মানুষেরা ওইসব ভিখিরিদের পাত্রে যে এক, দুই, পাঁচ বা দশ টাকার কয়েন দেন। তার মধ্যে ছোট এক টাকার কয়েক সেইসব ভিখিরিরা পরে ছুঁড়ে ফেলছেন। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ছোট এক টাকার কয়েন। যা চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। দুর্গাচকের বাসিন্দা বিমল দাস বলেন, তিনি কলকাতা থেকে ফেরার পথে কুকড়াহাটী ফেরিঘাটে বসে থাকা এক ভিখিরিকে একটি ছোট এক টাকার কয়েন দেন। এরপর ওই ভিখিরি সাথে সাথে এই কয়েন চলবে না বলেন এবং তা ছুঁড়ে ফেলে দেন। এই ঘটনায় বিমল দাস সহ অন্যান্য প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে ওঠেন।
এই ঘটনার জেরে সাধারণ জনগণের কাছে একটা বিষয় স্পষ্ট হয়েছে, তারা ভবিষ্যতে কি আর কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? এমনিতেই ভারতবর্ষের ভিখিরিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য অন্য করা বলে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, ভিখিরিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা সঞ্চয় আছে, তা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
আজকের কুকড়াহাটী ফেরিঘাটের দৃশ্য আরো একবার ছোট এক টাকার কয়েনের প্রসঙ্গ টেনে আনল। প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হবে, এখন শুধু এটাই দেখার।