ওজনে কম পচা আলু ও ডাল দেওয়ার অভিযোগ এক অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে

নাজিম আক্তার, নতুন গতি, হরিশ্চন্দ্রপুর: ওজনে কম পোকাধরা ডাল ও পচা আলু দেওয়ার অভিযোগ উঠলো এক অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে।

    গ্রামবাসী সূত্রে জানা যায় সরকার থেকে প্রসূতি মা ও শিশুদের জন্য দুই কেজি করে চাল,আলু ও তিনশো গ্রাম করে ডাল দেওয়ার নির্দেশ থাকলেও ওজনে কম ও পঁচা আলু ও পোকা ধরা ডাল দেওয়ার অভিযোগ করে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।

    অভিভাবকেরা জানান সরকারি নির্দেশিকা অনুযায়ী দুই কেজি করে চাল,আলু ও তিনশো গ্রাম করে ডাল দেওয়ার কথা থাকলেও সে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ওজনে কম পরিমাণ চাল, আলু ও দুইশো গ্রাম করে ডাল দেওয়ার অভিযোগ করেছে।

    অঙ্গনওয়াড়ি কর্মী জানান ওজন করে চাল ও আলু দেওয়া হয়েছে।ডাল প্লাস্টিকের গ্লাসের মাপে দেওয়ার ফলে হয়তো ওজনে কমেছে বলে জানান।

    উল্লেখ্য এর আগেও ওই অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।গত মাসেও সরকার থেকে দুই কেজি করে চাল আলু ও তিনশো গ্রাম করে ডাল দেওয়ার নির্দেশ দিলেও সেইবারও সে দেড় কেজি করে চাল ও আলু দিয়েছে বলে অভিযোগ। গতমাসের বকেয়া তিনশো গ্রাম ডাল এই মাসে দেওয়ার কথা থাকলেও দেয়নি বলে জানান শিশুর মায়েরা

    সুপার ভাইজার জানান সরকারি নির্দেশিকা অনুযায়ী চাল,ডাল ও আলু অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পূর্বের মজুত ডাল থাকলে সে গুলি দেওয়ার কথা বলা হয়েছে। নতুন করে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ডাল পাঠানো হয়নি বলে জানান। অভিযোগের ভিত্তিতে দুর্নীতিগ্রস্ত অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।