যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুতে শান্তিপুরে প্রতিবাদ

লুতুব আলি, নতুন গতি : যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুতে শান্তিপুরের প্রতিবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর রহস্য মৃত্যুতে সমস্ত দোষীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ হল নদীয়ার শান্তিপুরে। নদীয়ার বগুলা তে মৃত স্বপ্নদীপ কুন্ডুর বাড়ি। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু এই প্রতিবাদ সভার নেতৃত্ব দেন। তিনি বলেন, নদীয়ার বগুলা তে যেহেতু স্বপ্নদীপের বাড়ি তাই প্রাথমিকভাবে নদীয়ার শান্তিপুর থেকেই পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ এই প্রতিবাদ সভার আয়োজন করে। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বপ্নদীপ কে নৃশংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। চন্দ্রনাথ বসু আর ও জানান, এই রহস্য মৃত্যুর প্রকৃত দিক গুলি উদঘাটন করে অবিলম্বে সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া দরকার। অতি সম্প্রতি কলকাতায় পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের অনুষ্ঠানে চন্দ্রনাথ বসু আহ্বান জানিয়েছিলেন যে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের কেবল ঘরে বসে কলম ধরার দিন আর নাই প্রয়োজনে রাস্তায় নেমে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। এই ঘোষণার পর পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ অগ্রণী ভূমিকা নিয়ে এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ সভার আয়োজন করল। শান্তিপুরের এই প্রতিবাদ সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কল্যাণীর ভূমিকন্যা, বিশিষ্ট কবি, সংগঠক সুমিতা পয়রা সমন্বয় করে খুব শীঘ্রই মৃত ছাত্র স্বপ্নদীপের বাড়ি পৌছাবেন। শান্তিপুরের প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবশঙ্কর বক্সী, মলয় মাজি, নন্দিনী লাহা, সুদেষ্ণা মন্ডল, মধুমিতা বসু, গৌরী সেন প্রমুখ। শচীন ঘোষাল এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ায় সাধুবাদ জানান।