দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র প্রার্থী শর্মিলা সরকার।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ । আশির দশকে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার কীর্তি আজাদ আগামী লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিগ্রেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদের নাম ঘোষণা করেন। এদিনের বিগ্রেডের জনগণ সভায় উপস্থিত ছিলেন স্বয়ং কীর্তি আজাদ। গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সুন্দর সিং অহলু ওয়ালিয়া খুবই কম ভোটের মার্জিনে জয়ী হয়েছিলেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধিকাংশ ভোটারদের বক্তব্য বিশেষ আচরণ অনুষ্ঠান না থাকলে সুন্দর সিংহ অহলুয়ালিয়াকে খুব একটা দেখা পাওয়া যেত না। বিজেপি জেতা এই সাংসদ তাঁর জয়ী কেন্দ্রে গড় হাজিরা তৃণমূল কংগ্রেসের দিকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। বিগ্রেডের এদিনের জনগণ সভায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার নাম ঘোষণা হওয়ায় প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। আশির দশকে প্রথম বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার কীর্তি আজাদের নাম ঘোষণা হওয়ায় দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সঞ্চার হয়েছে। অধিকাংশ ভোটারদের অভিমত : নির্বাচনে জয়ী হওয়ার পর বসন্তের কোকিলের মত জয়ী প্রার্থীরা এলাকায় এলে নেতিবাচক প্রভাব পড়ে। এদিন কীর্তি আজাদ প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ক্রিকেটের ময়দান আর রাজনীতির ময়দানের মধ্যে খুব একটা পার্থক্য নাই। পাঁচ বছর টার্মের মধ্যে নির্বাচিত প্রার্থীরা এলাকায় কাজ না করলে তার রেজাল্টটা উল্টো তো হবেই। একদিন কীর্তি আজাদ রাজনৈতিক অবক্ষয় ও তাঁর ক্রিকেট জীবনের নানান অভিজ্ঞতার কথা শোনান। অন্যদিকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে এবারে প্রার্থী হচ্ছেন শর্মিলা সরকার। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সুনীল মণ্ডল নির্বাচিত হয়েছিলেন। সুনীল মন্ডলের রাজনৈতিক অভিষেকের অধ্যায়ে গত পাঁচ বছরে ভোটাররা তাঁর বিচিত্র পদক্ষেপের অভিজ্ঞতা দেখেছিলেন। ভোটাররা তো বটে ই জেলার তৃণমূল কংগ্রেস ও সুনীল মণ্ডল কে নিয়ে চরম বিড়ম্বনার মধ্য দিয়ে কাটিয়েছিলেন বলে অভিযোগ। এবার আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শত্রুঘন সিনহা। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে এবার গোটা রাজ্যের নিরিখে ২৬ জন প্রার্থীর নতুন মুখ ও ১১ জন বিধায়ক স্থান পেয়েছেন।