|
---|
শরিফুল ইসলাম, শান্তিপুর : নদিয়ার জেলার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি দো’চালা ঘর যার মধ্যে ছিল আনুমানিক পাঁচ- ছয় লক্ষ টাকা মূল্যের তাঁত যন্ত্র ও কাপড় তৈরীর বিভিন্ন সরঞ্জম।
জানা যায়, এদিন, আনুমানিক রাত্রি দুটো নাগাদ আগুন লাগে ওই তাঁত ঘরে।
দুটি যন্ত্র চালিত তাঁত ও একটি সুতোর নলি তৈরীর যন্ত্র এবং তাঁত জাত বস্ত্র’ উৎপাদনের বিভিন্ন সরঞ্জম l আগুনে পুড়ে সর্বস্ব ছাড় খার হয়ে যায় l
কারখানার মালিক দীপক দেবনাথ জানান, স্বামী-স্ত্রী দুজনা মিলেই ওই পাওয়ারলুম চালাতl পুজোর বাজার প্রায় শেষ হয়ে গেছে l কাজের চাপ কম l স্ত্রী দিন কয়েকের জন্য বেড়াতে যান l তাই, এদিন রাতের মতন কাজ সেরে খাওয়া দাওয়া করে কারখানার পাশেই একটি ঘরে শুয়ে পড়েন তিনি l রাত্রি তখন প্রায় দুটো l পোড়া সুতোর গন্ধে ঘুম ভেঙে যায় l জানলা দিয়ে দেখেন পাশের ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে l ঘর থেকে তরি ঘড়ি বার হয়ে চিৎকার শুরু করে দিলে আশপাশের প্রতিবেশী ছুটে আসেন l দমকলের একটি ইঞ্জিন ও আশপাশের লোক জনের সহায়তায় আগুন নেভানো হয় l ততক্ষনে সব শেষ l
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দুটি পাওয়ারলুম কঙ্কালের মতন দাঁড়িয়ে l সুতোর পোটি, নলি, যাবতীয় সরঞ্জম ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে l
স্থানীয় প্রতিবেশী সূত্রে জানা যায়, শশুর বাড়ির একটি অংশে দীপক তাঁর স্ত্রী নিয়ে বসবাস করেন l কারখানাটিও ছিল এখানেই l
দীপক এর অভিযোগ, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর শ্যালকরাই জড়িত l এর আগেও একবার ওদের হাতে তিনি আক্রান্ত হন l জোর পূর্বক বাড়ি ছাড়া করতে না পাড়ায় এই ভাবে প্রতিহিংসার আশ্রয় নেন l
শান্তিপুর থানার বড় বাবুর সঙ্গে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি ফুৎকারে বিষয়টি উড়িয়ে দেন !