|
---|
কালিয়াচক: কালিয়াচক ১ নম্বর ব্লকের, সিলামপুর 2 গ্রাম পঞ্চায়েত এর মানুষের বহু প্রতিক্ষার দিন পার হয়ে, দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে এই দিন উল্লেখ্য গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনাহেনা খাতুনের এর প্রচেষ্টায় এদিন পশ্চিমবঙ্গ ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান তথা সুজাপুর বিধানসভার বিধায়ক আব্দুল গনি সাহেব এর হাত ধরে ১৯ টি কংক্রিট রাস্তা ও ৬ টি পাকা ড্রেন এর কাজ শুভ সূচনা করা হলো। এদিন কংক্রিট ঢালাই রাস্তা এবং ড্রেনের শুভ সূচনায় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয় , বলে মনে করেন স্থানীয় প্রধান থেকে ব্লক নেতৃত্বরা। খুশির ছোঁয়া পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
এই শুভসূচনা উদ্বোধনে উপস্থিত ছিলেন, সুজাপুর বিধানসভার বিধায়ক জাস্টিস আব্দুল গনি সাহেব, কালিচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আতিকুর রহমান, কালিয়াচক 1 নম্বর ব্লকের যুব সভাপতি সারিউল শেখসহ অঞ্চল নেতৃরা।