|
---|
নিজস্ব সংবাদদাতা : বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির’ উত্তর ২৪ পরগণা জেলা শাখার সম্পাদক সর্বাণী বেগম এর ডাকে ও উক্ত সংস্থার সদস্য বরিষ্ঠ কবি রক্তিম ইসলাম এর ব্যাবস্থাপনা ও যৌথ সঞ্চালনায় ৯অক্টোবর রবিবার বৈকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ৪০ ও ৫০ জন কবি-সাহিত্যিক-সাংবাদিক সমাজের জ্ঞাণী গুণীজনদের উপস্থিতিতে উত্তর ২৪ পরগণা জেলা শহর বারাসাত এর জামতলায় কবি রক্তিম ইসলাম এর বাড়িতে একটি সুন্দর অনুষ্ঠান সুসম্পন্ন হলো। কাজী নজরুল ইসলাম গবেষক ও অধ্যাপক সভাপতি কামাল হোসেন মহাশয়ের সভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডীন আব্দুর রহিম গাজী।দিনটি ছিল অতি পবিত্র ও শুভদিন এবং তা পৃথিবীর সমস্ত মানুষের কাছে ত’ বটেই বিশেষত চারটি সম্প্রদায়ের কাছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টানদের কাছে, হিন্দুদের কাছে এই দিন লক্ষ্মী পুজো, মুসলিম দের নবী দিবস অর্থাৎ হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম দিন, বৌদ্ধদের কাছে ‘বৌদ্ধ পূর্ণিমা’, এবং খৃষ্টানদের কাছে ‘স্টার সানডে’, তাহলে সহজেই অনুধাবন করা যায় যে দিনটি র গুরুত্ব কতখানি। যদিও এই সংস্থার মানবতায় বিশ্বাসী কিন্তু তাঁরা ব্যক্তি সাতন্ত্রতা ও সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতিও সমান শ্রদ্ধাশীল। আর সেই কথা কে একেবারে সত্যে প্রমাণ করলেন সংস্থার বরিষ্ঠ কবি রক্তিম ইসলাম সাহেবের এক অভূতপূর্ব সংযোজনা, উদ্বোধনী সঙ্গীতের পরেই চারটি সম্প্রদায়ের চারটি ধর্মগ্রন্থ থেকে চার টি উদ্ধৃতি চার জন কবিকে দিয়ে পাঠ করালেন।তারপর একে একে ডান দিক থেকে কবিতা পাঠ আর বাঁদিক থেকে সেই পঠিত কবিতার উপরে আলোচনা, এছাড়াও বহু অভিনবত্ব এই অনুষ্ঠানকে ঘিরে ছিল যা অনুষ্ঠানে উপস্থিত গুণীজনদের ঋদ্ধ করেছে। ছিল গান ছিল আলোচনা। বহু গুণীজন উপস্থিত ছিলেন -আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল্লা স্যার, কবি রবিউল আলম, কবি মোঃ আব্দুল মারুফ মিঞা, কবি সুনীল কৃষ্ণ মন্ডল, কবি আরেফা মন্ডল, কবি এম. এ. জলিল, কবি এম. আলাউদ্দিন খান, কবি মোশারেফ হোসেন, কবি ও সাংবাদিক আসাদ আলী, সাংবাদিক আইয়ুব আলি, কবি রেজানুল করিম, কবি সুবিদ আলি মোল্লা, কবি সোহম ঘোষ, কবি শ্যামল ঘোষ, কবি মুছা হক, জি. এম. আবু বকর, কবি প্রণব চৌধুরী, কবি মহম্মদ সফিকুল ইসলাম, আব্দুল মান্নান চৌধুরী, সাহানি নাজনীন, বাবলু সরদার, আলমগীর রহমান প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।