|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির আস্করন গ্রামে সেখ নুর মহম্মদের বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক ভাবে চুরির ঘটনা ঘটল। দিনে দুপুরে গ্রামের ভিতরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে গলসি এলাকায়। ঘটনাস্থলে তড়িঘড়ি গলসি পুলিশ এসে তদন্ত শুরু করেছে। শনিবার আনুমানিক দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রতিবেশিরা। তারা জানাই, ঘটনায় খোয়া গিয়েছে বেশ কয়েক ভরি সোনার গহনা ও নগদ অর্থ। প্রতিবেশীদের অনুমান, এদিন সকালে বাড়ির কেউ না থাকায় খিরকীর দরজা পাশ দিয়ে পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢুকে পরে চোর। সেখানে গিয়ে বাড়ির গ্রীলের চাবি ভেঁঙে বাড়ির রুমের ভিতরে ঢুকে পরে তারা। তারপরই আলমারি ও খাটের চাবি ভেঁঙে জিনিস পত্র বাড়ির মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে দেয়। সেখানে থাকা নগদ অর্থ ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় ওই চোর। বাড়ি মালিকের আত্মিয় জাহাঙ্গির আলম জানান, তার বোনের বাড়িতে ঘটনাটি ঘটেছে। ওই সময় তার বোন পরিবারের সদস্যদের নিয়ে তাদের বাড়ি বর্ধমানের নবাবহাটে ছিলেন। তার জামাইবাবু সকালে কাজের বাইরে চলে গিয়েছিলেন। ওই সুযোগে বাড়ির খিরকী দিয়ে ঢোকে চোর বা চোরের দল। এবং সাবল দিয়ে গ্রীলের চাবি ভেঁঙে বাড়ির ভিতর প্রবেশ করে তারা। সেখান থাকা আলমারি ও বক্স খাটের নিচ থেকে জামাকাপড় বের করে বাড়ির মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে দেয়। তারপরই নগদ দশহাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়। এদিকে বাইরে থেকে গ্রীল ও বাড়ির দরজা খোলা দেখে প্রতিবেশিরা খবর দেয় গলসি থানায়। খবর পেয়ে গলসি পুলিশ আসে ঘটনাস্থলে। তদন্ত শুরু করেছে পুলিশ।