বড়জোড়া ও বেলিয়াতোড় এলাকায় বেশ কিছু দিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল

নিজস্ব প্রতিবেদক:- বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়া ও বেলিয়াতোড় এলাকায় বেশ কিছু দিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। বন দফতর সুত্রে জানা গিয়েছে, ওই এলাকায় ছড়িয়ে ছিল ৫০টির বেশি হাতি। একাধিক ছোট দলে ভাগ হয়ে হাতিগুলি দাপিয়ে বেড়াচ্ছে বড়জোড়া ও বেলিয়াতোড়ের বিভিন্ন জঙ্গলে।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় ওই হাতির পালকে দল বেঁধে বড়জোড়ার বাঁধকানা এলাকায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক পেরিয়ে যেতে দেখা যায়। শুক্রবার বেশি রাতে ফের ওই হাতির পাল তিন-চারটি দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।বন দফতর সুত্রে জানা গিয়েছে, একটি দল সাহেববনী গোঁসাইপুরের দিকে, আর একটি দল কাটাবাড়ি সংগ্রামপুরের দিকে পৌঁছে যায়। বাকি দলগুলির খোঁজ করছে বন দফতর। হাতিগুলি বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ায় চিন্তা বেড়েছে বন দফতরের।বন দফতর সুত্রে জানা গিয়েছে, একটি দল সাহেববনী গোঁসাইপুরের দিকে, আর একটি দল কাটাবাড়ি সংগ্রামপুরের দিকে পৌঁছে যায়। বাকি দলগুলির খোঁজ করছে বন দফতর। হাতিগুলি বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ায় চিন্তা বেড়েছে বন দফতরের।