ইহলোক ত্যাগ করলেন হুগলি জেলার তথা বাংলার বিখ্যাত ক্বারী ইসমাইল মন্ডল সাহেব

ইলিয়াস মল্লিক, নতুন গতি: দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর গতকাল বুধবার নিজবাসভবনে শ্বাস ত্যাগ করেন হুগলি জেলা তথা বাংলার বিখ্যাত ক্বারী ইসমাইল মন্ডল সাহেব। শতাধিক বয়সে এসে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। সময়ের সাথে সাথে নানা শারীরিক ব্যাধিগ্রস্থ হয়ে পড়েন তিনি। শোনা যায় তিনি ছোট বয়সে মদিনা থেকে কুরআন সুমধুর কন্ঠে পড়ার কৌশল লাভ করেন ও সেখান থেকে ক্বেরাত পাঠ রপ্ত করেন। বাংলার বিখ্যাত তীর্থস্থান ফুরফুরার মোজাদ্দেদে জামান দাদা হুজুর রহঃ এঁর প্রতিষ্ঠিত নিউ মার্কেটের মসজিদে দীর্ঘকাল তারাবীহ নামাজ পড়ান। তার ইমামতিতে ফুরফুরা শরীফের মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহে ও ন’ হুজুর রহমাতুল্লাহ আলাইহে নামাজ পাঠ করতেন। তিনি মেজো হুজুরের নিকট ইসলামিক ও আধ্যাত্মিক পাঠ গ্রহন করেন। দীর্ঘকাল কলকাতার জুবিলী স্কুলে ইসলামী ইতিহাসের শিক্ষক ছিলেন তিনি। মিষ্টিভাষী সকলের প্রিয় মানুষটি অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসার মায়া ত্যাগ করে ইহলোক পরিত্যাগ করলেন। আজ বৃহস্পতিবার জোহরের নামাজ বাদ তার জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজার ইমামতি করেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পাক এর সাহেবজাদা ওমর সিদ্দিকী মহাশয়। গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে তহা সিদ্দিকী ও ফুরফুরা দরবার শরীফের অধিকাংশ হুজুরগন উপস্থিত ছিলেন ঐদিন এছাড়াও জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্থান থেকে আগত সহস্রাধিক মানুষ।