বাড়িতে বসেই পুজো উপভোগ করার নির্দেশ হাইকোর্টের, তার উপর বৃহস্পতিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে ঘোষণা আবহাওয়া দফতরের

নতুন গতি ওয়েব ডেস্ক: একেতেই করোনা আবহে পুজো মণ্ডপে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারও বিজ্ঞাপন দিয়ে রাজ্যবাসির কাছে অনুরোধ করছেন, পুজো উপভোগ করুন ঘরে বসেই। হয় অনলাইনে নতুবা টিভিতে। আর এসবের মাঝেই খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা।

     

    ২২ থেকে ২৪ অক্টোবর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।বৃহস্পতিবার দু’এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় রেখা ফের সক্রিয় হবে। হওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনে পশ্চিমবঙ্গ, সিকিম ও ছত্রিশগড়-সহ বিভিন্ন রাজ্য থেকে বর্ষা-বিদায় পর্ব শুরু হবে। তবে এই নিম্নচাপের কারণে সেই বিদায়পর্ব কিছুটা বিলম্বিত হতে পারে।