|
---|
আজিজুর রহমান, গলসি : কৃষ্ণরামপুর মা মাটি মানুষ ক্লাবের উদ্দ্যোগ শুরু হল নক আউট ফুটবল উৎসব। ষোলোটি দলকে নিয়ে ওই খেলার সুচনা করেন কৃষ্ণরামপুর মা মাটি মানুষ ক্লাবের সভাপতি জাকির হোসেন। দীর্ঘ আট বছর ধরে যাঁকযমক ভাবে ওই খেলা পরিচালনা করছেন তিনি। অতিথি বরনের পর মশাল দৌড়, মাঠে নৃত্য ও ট্রফি প্রদর্শনীর মধ্য দিয়ে দর্শকদের মনরঞ্জন করা হয়। অনুষ্ঠান শেষে জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ পোজ্জোলনের মধ্য দিয়ে খেলার সুচনা করা হয়। এদিন রনপুর যুব সংঘ ও শালডাঁঙা বড় কালীমাতা একাদশ এই দুটি মুখোমুখি হয়। প্রথম অর্ধে দুটি দলই ভাল খেলায় দুইদলই গোল করতে বার্থ হয়। তবে দ্বিতীয় অর্ধে ৪ মিনিটে এবং ১৮ মিনিটে রনপুরের খেলোয়াড় সঞ্জয় মুর্মু দুটি গোল করে। খেলায় রনপুর ২-০ গোলে জয়লাভ করে। এদিনের খেলায় ম্যান অফদা ম্যাচ হন সোনামুখি রনপুরের খেলোয়াড় সঞ্জয় মুর্মু। উপস্থিতি ছিলেন, গলসি বিধায়ক নেপাল ঘরুই, গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া সহ এলাকার বেশকিছু গ্রামপঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্যরা। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সবরকম সহযোগিতা করেন কষ্ণরামপুর মা মাটি মানুষ ক্লাবের সকল সদস্যরা। এদিনের খেলায় বহু দর্শকের সমাগম হয়। এমনকি গ্রামের মহিলারাও বাড়ির ছাদ থেকে খেলা দেখে আনন্দ উপভোগ করেন। ক্লাব সভাপতি জাকির হোসেন জানান, এই খেলা তাদের কাছে উৎসবের মতো। কারন খেলাকে ঘিরে গ্রামে প্রায় সকল বাড়িতে অতিথির সমাগম ঘটে। তিনি বলেন, খেলার উদ্বোধন ও ফাইনালের দিনেও গ্রামে মিলন মেলা তৈরী হয়।