|
---|
আলিফ ইসলাম, মেমারি : ১০অক্টোবর :
মুর্শিদাবাদ জেলার বহরমপুরের আমাদের ভাবনা পত্রিকার বাৎসরিক সাহিত্য সন্মেলন অনুষ্ঠিত হল আজ ১০ অক্টোবর, সোমবার সকাল ১১ টায় কলকাতার হেমন্ত বসু ভবনের নলিনী গুহ সভা ঘরে। পত্রিকা সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায় প্রায় ষাটজন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। সুচারু এই সাহিত্য সভায় মঞ্চাসীন অতিথি বর্গ হলেন বঙ্কিম চন্দ্রের পঞ্চম প্রজন্ম জয়দীপ চট্টোপাধ্যায়,নিগমানন্দ মন্ডল,ড: আশরাফী খাতুন, সুশান্ত ঘোষ প্রমুখ। এছাড়া কবিতা পাঠে উজ্জ্বল উপস্থিতি শিবানী পাঁজা, রাফিয়া সুলতানা,আফ্রুজা খাতুন,তানজিলার সিদ্দিকী, রমাকান্ত পাঁজা,আর্য বন্দ্যোপাধ্যায়,সেখ হাসানুজ্জামান, সুফি রফিক উল ইসলাম,সামিম আকতারা, চিত্রা বন্দ্যোপাধ্যায়,আনারুল মোমিন, লায়েক মইনুল হক,পরিমল শেখর, নিমাই চন্দ্র ঘোষ,সুজিত বালা, বরুণ পাঁজা, বিকাশ হাওলাদার, রঞ্জন ঘোষ, শক্তিপদ ঘোষ প্রমুখ।সব থেকে বড় কথা বহরমপুর থেকে এসে সম্পাদক সালাম সাহেব যেমন কলকাতার বুকে সাহিত্য অনুষ্ঠান করার সাহস দেখিয়েছেন, ঠিক তেমনি ঝাড়খণ্ডের বোকারো থেকে শুরু করে দীঘা, দুর্গাপুর, বহরমপুর, রামপুরহাট, বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা প্রভৃতি বিভিন্ন স্থানের সাহিত্য প্রেমী কবি – লেখকের সমাবেশে বেশ একটা ঘরোয়া আন্তরিকতার ছোঁয়া পেয়ে গিয়ে অত্যন্ত প্রাঞ্জল হয়ে উঠেছিল।